‘মার্কিন রাষ্ট্রদূতের আচরণ শহীদদের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ’

rashed khan menon
সংসদ সদস্য রাশেদ খান মেনন। ছবি: ফাইল ফটো

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের আচরণ কেবল রাজনৈতিকভাবে ঔদ্ধত্যপূর্ণই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আজ বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে আলবদরদের হাতে নিহত ৩ শহীদ বদিউজ্জামান, শহীদ সিরাজ ও শহীদ মুল্লুক জাহানের কবরে পুষ্পাঞ্জলি প্রদান শেষে রাশেদ খান মেনন এসব কথা বলেন।

মেনন বলেন, 'বাংলাদেশের মানুষের জন্য এই দিনটি চরম বেদনার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে এ দেশকে বুদ্ধিজীবীশূন্য করতে জামায়াত-সৃষ্ট আলবদররা চরম গুম ও খুনের খেলায় মেতে উঠেছিল। আর সেই জামায়াতসহ পাকিস্তানিদের অস্ত্র-অর্থ দিয়ে সহযোগিতাই নয়, জাতিসংঘকে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনতাই করতে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার রাষ্ট্রদূত যখন বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে, তখন সেটা চরম রসিকতাই বলে মনে হয়।'

'এ ছাড়া একটি স্বাধীন দেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতসহ পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতরা যে আচরণ করছে, তা কূটনৈতিক শিষ্টাচারেরও লঙ্ঘন', বলেন মেনন।

উল্লেখ্য, একাত্তরে জামায়াত-সৃষ্ট আলবদর বাহিনী গোপীবাগের বাসা থেকে ওই ৩ ভাইকে তুলে নিয়ে যায় এবং ১৬ ডিসেম্বরে বাংলাদেশের বিজয়ের পর রায়েরবাগ বধ্যভূমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে গোপীবাগ পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।

প্রতিবছরের মতো এবারও শহীদ সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতি হাজী সুলতান।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

59m ago