সালমান এফ রহমান, দীপু মনি, পলক বিভিন্ন মেয়াদে রিমান্ডে

সালমান এফ রহমান, দীপু মনি ও জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা পৃথক মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

একই আদালত ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকেও রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনে ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় দীপু মনি, পলক, মেনন ও ইনুকে ৭ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

শিক্ষার্থী সাকিব হাসান নিহতের ঘটনায় একই থানায় দায়ের করা মামলায় দীপু মনি ও পলককে ৭ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

অন্যদিকে, আন্দোলনে মাহমুদুল হাসান জয় (১৪) নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় সালমান ও পলককে পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

ব্যবসায়ী মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় পলককে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এছাড়া, রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ডিএমপির লালবাগ বিভাগের (ডিবি) সাবেক উপকমিশনার মশিউরকে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English

Chief adviser calls for urgent reforms in social services to prioritise senior citizens, girls

Political interference led to unfair distribution of benefits in the past, he says

2h ago