‘আইফোন ১৫’ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল, অনুষ্ঠানটি সরাসরি দেখবেন যেভাবে

ওয়ান্ডারলাস্ট অনুষ্ঠানের দাওয়াতপত্রের ছবি। ছবি: অ্যাপলের ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে আজ মঙ্গলবার নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান করতে যাচ্ছে টেকজায়ান্ট অ্যাপল।

সেই অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের নেতৃত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তারা বহুল প্রত্যাশিত 'আইফোন ১৫' মডেলসহ নতুন প্রযুক্তি ও পণ্যের উন্মোচন করতে পারেন বলে জানিয়েছে সিএনএন।

সিএনএন আরও জানায়, 'আইফোন ১৫' মডেলের মাধ্যমে গত ১১ বছরের মধ্যে ফোনের ডিজাইনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে অ্যাপল।

নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচনে 'ওয়ান্ডারলাস্ট' শিরোনামের অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি দেখা যাবে বলে জানিয়েছে অ্যাপল। স্থানীয় সময় সকাল ১০টায় (www.apple.com/apple-events/) ঠিকানার ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে। পাশাপাশি অ্যাপলের ইউটিউব চ্যানেল (www.youtube.com/user/apple) ও অ্যাপল টিভি অ্যাপের (www.apple.com/apple-tv-app/) মাধ্যমেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

1h ago