ফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন যেভাবে

ছবি তুলতে কে না ভালোবাসে। স্মার্টফোনের যুগে আমরা প্রতিদিনই নিজের, পছন্দের মানুষের কিংবা ভালো লাগা যেকোনো দৃশ্যের ছবি তুলে রাখি।

জীবনের নানা মুহূর্তের সব স্মৃতি থাকে আমাদের মোবাইল ফোনে। কিন্তু অনেক সময় অসাবধানতাবশত আমাদের ফোনের ছবিগুলো ডিলিট হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কিছু অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে গিয়ে ভুলে কিছু প্রয়োজনীয় ছবি আমরা ডিলিট করে ফেলি।

ডিলিট করার পর হয়তো ছবিগুলো আবার প্রয়োজন হতে পারে। কিন্তু, সেগুলো ফিরে পাবেন কীভাবে?

চলুন দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়।

আপনার ফোনের গুগল ফটোস অ্যাপে ব্যাকআপ অপশনটি চালু থাকলে ডিলিট হওয়া ছবি খুব সহজেই ফিরে পেতে পারেন।

গুগল ফটোস অ্যাপের মাধ্যমে ছবি পুনরুদ্ধারের উপায়:

গুগল ফটোস অ্যাপটি ওপেন করে লাইব্রেরি অপশনে ক্লিক করুন। এরপর ট্রাশ ফোল্ডার অপশনে ক্লিক করলেই আপনার ডিলিট হওয়া ছবিগুলো দেখতে পাবেন। যে ছবিগুলো ফিরে পেতে চান সেগুলো নির্বাচন করে 'রিস্টোর' অপশনে ক্লিক করলেই আপনার ছবিগুলো আবার ফোনের গ্যালারিতে ফিরে পাবেন।

এ ছাড়া, আরেকটি পদ্ধতিতে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব। এই পদ্ধতিতে ছবি উদ্ধার করতে গুগল প্লে স্টোর থেকে একটি ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করতে হবে।

মনে রাখতে হবে, অনেক ধরনের ফটো রিকভারি অ্যাপ আছে প্লে স্টোরে। সব অ্যাপ আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে না। তাই যেসব অ্যাপের ডাউনলোড বেশি, তেমন একটি অ্যাপ ডাউনলোড করুন।

ডাউনলোড করার সময় অবশ্যই অ্যাপটির ইউজার রিভিউ দেখে নেবেন। রিভিউ যদি ভালো থাকে, তবেই সেটি ইন্সটল করুন। অন্যথায় আপনার ফোনের তথ্য চুরি হওয়ার ঝুঁকি থেকে যাবে।

ইন্সটল করা অ্যাপের মাধ্যমে রিকভারি ধাপগুলো অনুসরণ করে খুব সহজে আপনার ডিলিট হওয়া ছবি ফিরে পেতে পারেন।

Comments

The Daily Star  | English
crimes against journalists

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

16h ago