পাবলিক চার্জিং স্টেশনে ফোন চার্জ দেওয়া যে কারণে ঝুঁকিপূর্ণ

পাবলিক চার্জিং স্টেশনে ফোন চার্জ দেওয়া যে কারণে ঝুঁকিপূর্ণ
ছবি: সংগৃহীত

মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সম্প্রতি দেশটির নাগরিকদের পাবলিক চার্জিং স্টেশনে ফোন চার্জ না করতে সতর্ক করেছে। 

এফবিআই জানিয়েছে, এ ক্ষেত্রে ফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। 

সাধারণত বাস স্টেশন, বিমানবন্দর ও শপিং মলে এমন পাবলিক চার্জিং স্টেশন থাকে। এফবিআইয়ের ডেনভার শাখার এক টুইটে বলা হয়েছে, ব্যবহারকারীদের ফোনে ক্ষতিকর ভাইরাস বা সফটওয়্যার ছড়িয়ে দেওয়ার জন্য অপরাধী চক্র এই চার্জিং স্টেশনগুলোকে ব্যবহার করে। 

এফবিআই ডেনভার তাদের টুইটে আরও বলেছে, 'নিজের চার্জার এবং ইউএসবি ক্যাবল সঙ্গে রাখুন এবং ফোন চার্জের জন্য অন্য কোনো ইলেক্ট্রিক্যাল আউটলেট ব্যবহার করুন।' 

ব্যাটারির চার্জ কমে গেলে পাবলিক চার্জিং স্টেশনে অসংখ্য মানুষ প্রতিনিয়ত তাদের মোবাইলে চার্জ দেন। তবে বিশেষজ্ঞরা অনেক বছর ধরেই এসব চার্জিং স্টেশনের ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দিয়ে আসছিলেন। ২০১১ সালে পাবলিক চার্জিং স্টেশনগুলোর ঝুঁকি ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা 'জুস জ্যাকিং' টার্মটি ব্যবহার করেছিলেন। 

নিরাপত্তা সংস্থা অথেনটিকেট৮-এর সাবেক কর্মী ড্রু পাইক বলেন, 'নিরাপত্তার ঝুঁকিসম্পন্ন কোনো চার্জারের সঙ্গে আপনার ফোনটি প্লাগ ইন করলেই এটি ঝুঁকির মধ্যে পড়ে, ফলে আপনার মোবাইলে থাকা সব তথ্যও বেহাত হতে পারে।'

যে ক্যাবল দিয়ে ফোন চার্জ করা হয়, সেই ক্যাবল দিয়েই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সফারও করা যায়। যেমন, আপনি যখন আপনার চার্জিং ক্যাবল দিয়ে আইফোনকে ম্যাকের সঙ্গে সংযুক্ত করবেন, তখন এই ক্যাবলের সাহায্যেই ফোন থেকে ছবি বা ভিডিও ম্যাকে ডাউনলোড করতে পারবেন। 

কোনো চার্জিং পোর্টের সাহায্যে যদি ক্ষতিকর সফটওয়্যার ফোনে ইনস্টল করে ফেলা যায়, তাহলে হ্যাকাররা আপনার ই-মেইল, টেক্সট মেসেজ, ছবি, ভিডিও এবং কন্টাক্ট তালিকায় প্রবেশাধিকার পেতে পারে। 

এফবিআইয়ের ডেনভার শাখার জনসংযোগ কর্মকর্তা ভিকি মিগোয়া বলেন, 'জনসচেতনতা তৈরির অংশ হিসেবে এফবিআই প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করে।' 

টুইটটি সম্পর্কে তিনি বলেন, নিয়মিত জনসচেনতা সৃষ্টির অংশ হিসেবেই, বিশেষ করে ভ্রমণের সময় যাতে মানুষ এসব চার্জিং স্টেশন ব্যবহারে সতর্ক থাকেন, সেজন্যই এই টুইটটি করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) সম্প্রতি তাদের একটি ব্লগ পোস্টেও পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার সম্পর্কে মানুষকে সতর্ক করেছে। এফসিসি বলেছে, এসব চার্জিং স্টেশন থেকে ফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল হতে পারে এবং হ্যাকাররা ফোনের পাসওয়ার্ড পরিবর্তনসহ সব ধরনের তথ্যে অবাধ প্রবেশাধিকার পেতে পারে। 

'কোনো কোনো ক্ষেত্রে অপরাধীরা ইচ্ছাকৃতভাবেই চার্জিং স্টেশনে ক্ষতিকর ক্যাবল সংযুক্ত করে রাখে। এমনকি অনেক সময় অপরাধীরা ক্ষতিকর ক্যাবল মানুষকে ফ্রি বিতরণও করে,' এফসিসি তাদের ব্লগ পোস্টে উল্লেখ করেছে।  

সূত্র: সিএনএন

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English
Polytechnic students protest Bangladesh 2025

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

3h ago