দেশে ৬১.১ শতাংশ মানুষ ইন্টারনেট ‘সংযোগের বাইরে’
বাংলাদেশে বিশ্বের চতুর্থ বৃহত্তম ইন্টারনেট 'সংযোগহীন' জনসংখ্যা রয়েছে। গ্লোবাল ডেটা রেফারেন্স লাইব্রেরি-ডেটা রিপোর্টালের ২০২৩ সালের গ্লোবাল ডিজিটাল ওভারভিউ রিপোর্ট অনুসারে, বাংলাদেশে প্রায় সাড়ে ১০ কোটির বেশি মানুষ ইন্টারনেট সুবিধার 'বাইরে' রয়েছে।
২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ১০ কোটি ৫১ লাখ ৩৮ হাজার মানুষ (মোট জনসংখ্যার প্রায় ৬১.১ শতাংশ) ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছে এবং বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগহীন জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহৎ জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে।
তবে, ২০২২ সালের শুরুতে ইন্টারনেট সুবিধার বাইরে ছিল ১১ কোটি ৪৫ লাখ মানুষ (যা মোট জনসংখ্যার প্রায় ৬৮.৫ শতাংশ)। এ ছাড়া গত বছর দেশে প্রায় ৯৪ লাখের বেশি মানুষ ইন্টারনেট সুবিধার আওতায় এসেছেন।
প্রতিবেদন অনুসারে, ভারতে সর্বাধিক সংখ্যক মানুষ ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছে, যেখানে এ বছরের শুরুতে ৭৩ কোটির বেশি মানুষ ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন; যেখানে প্রায় সাড়ে ৩৭ কোটি মানুষ ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছে।
Comments