পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার ৩ বিজ্ঞানী

বেল ইনিকোয়ালিটিস অ্যান্ড পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০২২ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার ৩ বিজ্ঞানী।

বেল ইনিকোয়ালিটিস অ্যান্ড পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০২২ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার ৩ বিজ্ঞানী।

আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। 

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছর পদার্থবিদ্যায় ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অষ্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গারকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। 

তারা ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

গত বছরও পদার্থবিদ্যায় ৩ বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।

নোবেল কমিটি জানিয়েছে, অ্যালেইন অ্যাসপেক্ট, জন ক্লাউজার ও অ্যান্টন জিলিংগার প্রত্যেকে ইনট্যাঙ্গেলড কোয়ান্টাম স্টেট ব্যবহার করে যুগান্তকারী পরীক্ষা চালিয়েছেন। যেখানে দুটি কণা বিচ্ছিন্ন হয়ে গেলেও পৃথক এককের মতো আচরণ করে। তাদের এই কোয়ান্টাম তথ্যের ফলাফলের ওপর ভিত্তি করে নতুন প্রযুক্তির পথ পরিষ্কার হয়েছে। কোয়ান্টাম মেকানিক্সের অপ্রকাশ্য প্রভাবগুলোর উপযোগিতা খুঁজে পাওয়া শুরু হয়েছে। এ ক্ষেত্রে গবেষণার বড় একটি ক্ষেত্র রয়েছে। যার মধ্যে আছে, কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম নেটওয়ার্ক এবং নিরাপদ কোয়ান্টাম এনক্রিপ্টেড কমিউনিকেশন। 

 

Comments

The Daily Star  | English

March 7 belongs to people, not just AL: Anu Muhammad

Says any attempt to erase history won't be tolerated

34m ago