সিম ছাড়া আইফোন ১৪ বাংলাদেশে ব্যবহার করা যাবে?
চায়ের কাপে ঝড় চলছে অ্যাপলের নতুন আইফোন ১৪ সিরিজের ফোনগুলো নিয়ে। বেশ কিছু নতুন ফিচারের ঘোষণা দেওয়ার পাশাপাশি অ্যাপল জানিয়েছে, আইফোন ১৪ সিরিজের নতুন মডেলগুলোতে সিম ট্রে বা সিম ট্রে পিন থাকবে না।
এমন ঘোষণা বাংলাদেশের অনেক প্রযুক্তিপ্রেমীর মনে বিস্ময় জাগিয়েছে। তাহলে কি বাংলাদেশিদের এই স্মার্টফোন ব্যবহার করতে ই-সিম প্রয়োজন হবে?
এই প্রশ্নের উত্তর 'না'।
প্রথমত, ঘোষণার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে। ঘোষণা অনুযায়ী, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মডেলগুলোতে সিম ট্রে থাকছে না। অর্থাৎ সিংগাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের মতো অন্যান্য বাজারে আইফোন ১৪ সিরিজের ফোনগুলোতে সিম স্লট থাকছে।
সেক্ষেত্রে বাংলাদেশে ব্যবহারের জন্য আন্তর্জাতিক বাজার থেকে আইফোন ১৪ সিরিজের ফোন কেনার পরিকল্পনা থাকলে, শুধু নিশ্চিত হতে হবে যে সেটি যুক্তরাষ্ট্রের সংস্করণ নয়।
যারা বাংলাদেশে অ্যাপল অনুমোদিত বিক্রেতার কাছ থেকে আইফোন ১৪ মডেলের ফোন কিনবেন, তারা সিম ট্রেসহ মডেলগুলোই কিনতে পারবেন।
আপনি যদি ই-সিম ব্যবহারের সুবিধাযুক্ত আইফোন ১৪ কিনে ফেলেন, তাহলেও খুব বেশি সমস্যা হবে না। কারণ ইতোমধ্যে বাংলাদেশে ই-সিমের সুবিধা দিচ্ছে গ্রামীনফোন।
গ্রামীনফোন গত ১ মার্চ বাংলাদেশে ই-সিম সেবা চালু করেছে। আগামীতে অন্যান্য অপারেটরও এই সেবা চালু করবে বলে আশা করা যাচ্ছে। কেননা, সম্প্রতি অনেক উন্নত স্মার্টফোন ই-সিমের দিকে ঝুঁকছে।
আপনি চাইলে বাংলাদেশে বসে আন্তর্জাতিক অপারেটরদের ই-সিম সেবাও ব্যবহার করতে পারেন। ইন্টারনেট থেকে এ ধরনের ডাটা প্যাকেজ কেনা যায়, যার মাধ্যমে বাংলাদেশিরা ই-সিম সেবা পেতে পারেন।
Comments