ফেসবুকে লগ-ইন করতে পারছেন না ব্যবহারকারীরা

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এই সমস্যা দেখা দেয়।

ব্রাউজার ও অ্যাপ থেকে হঠাৎ ফেসবুক, ম্যাসেঞ্জার লগ-আউট হয়ে যায়। এরপর থেকে আর ব্যবহারকারীরা লগ-ইন করতে পারছেন না।

একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম ও থ্রেডসেও।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি।

বিশ্বজুড়ে ওয়েবসাইটের ত্রুটি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টর জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অন্তত ১ লাখ ৩৪ হাজার ব্যবহারকারী #ফেসবুকডাউন, ৭৯ হাজার ব্যবহারকারী #ইনস্টাগ্রামডাউন পোস্ট করেছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মেটা এ বিষয়ে মন্তব্যে বলেছে যে তারা ফেসবুক লগইনের সমস্যা সম্পর্কে জেনেছে। তারা যত শিগগির সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Polythene ban: A litmus test for will and eco-innovation

Although Bangladesh became the first country in the world to announce a complete ban on the use of polythene bags in 2002, strict enforcement of the much-lauded initiative has only started taking shape recently.

16h ago