জিটিএ সিক্স গেমের ট্রেলারে ১০ দিনে প্রায় ১৫ কোটি ভিউ

গত ৫ ডিসেম্বর জিটিএ সিক্স গেমের ট্রেলার রিলিজ পেয়েছে। ছবি: এএফপি
গত ৫ ডিসেম্বর জিটিএ সিক্স গেমের ট্রেলার রিলিজ পেয়েছে। ছবি: এএফপি

বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের গেমারদের কাছে গ্র্যান্ড থেফট অটো বা জিটিএ এক জনপ্রিয় ও সুপরিচিত নাম। এই গেমের অসংখ্য সংস্করণের মাঝে ভাইস সিটির কথা শোনা যায় সবচেয়ে বেশি।

সম্প্রতি এই সিরিজটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার এর পরবর্তী সংস্করণ, জিটিএ সিক্স বা গ্র্যান্ড থেফট অটো সিক্সের প্রথম আনুষ্ঠানিক ট্রেলার প্রকাশ করেছে। ১০ দিনেই এর ভিউ পৌঁছে গেছে প্রায় ১৫ কোটির কাছাকাছি।

ট্রেলার দেখে ভিডিও গেমস বিশ্লেষকরা মত দিয়েছেন, নতুন গেমটিতে এই সিরিজের আগের গেমগুলোর তুলনায় বেশ কয়েকটি বড় পরিবর্তন আসবে।

সর্বশেষ জিটিএ ফাইভ প্রকাশের পর পেরিয়ে গেছে এক দশকেরও বেশি সময়। যার ফলে জিটিএ সিক্সে নতুন অনেক ফিচার খুঁজে পাবেন গেমাররা।

ট্রেলারে একজন নারীকে মূল চরিত্রে দেখা যায়। অপর এক পুরুষ চরিত্রের সঙ্গে তাকে দুর্ধর্ষ ডাকাতির দৃশ্যে দেখা যায়। এর আগে কোনো জিটিএ গেমে নারীদের মূল চরিত্রে দেখা যায়নি। 

জিটিএ সিক্স গেমের ট্রেলার প্রকাশ করেছে রকস্টার।

এই নতুন চরিত্র ও তার ছেলে বন্ধুর সঙ্গে বাস্তবজীবনের দুঃসাহসিক ব্যাংক ডাকাত দম্পতি 'বনি অ্যান্ড ক্লাইডের' মিল খুঁজে পেয়েছেন গেমাররা।

ট্রেলার ও সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গেমটি ২০২৫ সাল নাগাদ প্রকাশিত হবে। সে বছরই গেমটি  প্লেস্টেশন ফাইভ ও এক্সবক্স সিরিজ এক্স/এস এ  কনসোলে খেলা যাবে বলে জানিয়েছে নির্মাতা রকস্টার। আপাতত পিসি বা আগের প্রজন্মের কনসোলে গেমটি প্রকাশের বিষয়ে কিছু জানা যায়নি। 

২০০২ সালের জিটিএ ভাইস সিটিতে বাস্তবজীবনের শহর মায়ামির এক ডিজিটাল রূপ দেখেছে গেমাররা। এই গেমটিতে আবারও ভাইস সিটিতে ফিরে যাবেন গেমাররা, আর জিটিএ গেমের প্রথা অনুযায়ী অপরাধমূলক কাজ থেকে অর্জিত অর্থ, গেমের চরিত্রগুলোর মার্কিন ভোগবাদী মনোভাব, দ্রুতগতির গাড়ি ও বেপরোয়া বন্দুকযুদ্ধ দেখবেন এবং এতে ভার্চুয়ালি অংশ নেবেন।

নতুন নারী চরিত্র লুসিয়া ও তার ছেলে বন্ধুর সঙ্গে বাস্তবজীবনের দুঃসাহসিক ব্যাংক ডাকাত দম্পতি বনি এবং ক্লাইডের মিল খুঁজে পেয়েছেন গেমাররা। ছবি: এএফপি
নতুন নারী চরিত্র লুসিয়া ও তার ছেলে বন্ধুর সঙ্গে বাস্তবজীবনের দুঃসাহসিক ব্যাংক ডাকাত দম্পতি বনি এবং ক্লাইডের মিল খুঁজে পেয়েছেন গেমাররা। ছবি: এএফপি

গেমের ট্রেলারে লুসিয়া নামক নারীকে প্রধান চরিত্রে দেখা গেছে। ট্রেলারের শুরুতে তাকে মার্কিন কারাবন্দীদের চিরাচরিত জাম্পসুট পরে থাকতে দেখা যায়। পরে জেল থেকে মুক্তি পেয়ে প্রেমিকের সঙ্গে অপরাধের জগতে প্রবেশ করে লুসিয়া। 

সারা বিশ্বের গেমারদের মতো বাংলাদেশি গেমাররাও অধীর আগ্রহে জিটিএ সিক্সের জন্য অপেক্ষা করছেন।

১০ দিন আগে ট্রেলার প্রকাশের পর এখন পর্যন্ত ভিডিওটি ১৪ কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে।

তথ্যসূত্র: ভার্জ, বিবিসি 

গ্রন্থনা: আসরিফা সুলতানা রিয়া

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

3h ago