টিকটকের পর কানাডার সরকারি ডিভাইসে উইচ্যাট ও ক্যাসপারস্কি ব্যবহারে নিষেধাজ্ঞা

সম্প্রতি গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কানাডা সরকার দেশটির সরকারি মোবাইল ডিভাইসগুলোতে চীনা মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাট ও রুশ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ক্যাসপারস্কি নিষিদ্ধ করেছে। ছবি: সংগৃহীত
সম্প্রতি গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কানাডা সরকার দেশটির সরকারি মোবাইল ডিভাইসগুলোতে চীনা মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাট ও রুশ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ক্যাসপারস্কি নিষিদ্ধ করেছে। ছবি: সংগৃহীত

সম্প্রতি গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কানাডা সরকার দেশটির সরকারি মোবাইল ডিভাইসগুলোতে চীনা মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাট ও রুশ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ক্যাসপারস্কি নিষিদ্ধ করেছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩০ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কিছুদিন আগেই একই কারণ দেখিয়ে টিকটক অ্যাপ নিষিদ্ধ করে দেশটির সরকার। তবে উইচ্যাট ও ক্যাসপারস্কির কারণে সরকারী তথ্য ক্ষতিগ্রস্ত বা চুরির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে অটোয়া। 

কানাডার চিফ ইনফরমেশন অফিসারের মূল্যায়নের পর দেশটির জনপ্রশাসনের তত্ত্বাবধানে থাকা ট্রেজারি বোর্ড এই নিষেধাজ্ঞাটি ঘোষণা করেছে। চিফ ইনফরমেশন অফিসারের মতে, টেনসেন্ট-মালিকানাধীন উইচ্যাট ও মস্কো-ভিত্তিক ক্যাসপারস্কির অ্যাপ্লিকেশনগুলো 'গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, যা গ্রহণযোগ্য নয়।'

প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডার সরকার তথ্য নিরাপত্তা বজায় রাখার কারণ দেখিয়ে কোনো বাস্তব প্রমাণ ছাড়াই চীনের এই সফটওয়্যারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চালু করেছে। এই নিষেধাজ্ঞা সরকারি ক্ষমতার অপব্যবহার। এর মাধ্যমে অযৌক্তিকভাবে সুনির্দিষ্ট কিছু দেশের উদ্যোগকে দমন করা হচ্ছে।

এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, 'আমরা আশা করবো কানাডা আদর্শগত পক্ষপাত থেকে বের হয়ে এসে বাজারনীতি মেনে চলবে এবং চীনের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বৈষম্যহীন, মুক্ত ও ন্যায়পরায়ণ বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করবে।'

ক্যাসপারস্কির পক্ষ থেকে দাবি করা হয়, তাদেরকে সরকারের উদ্বেগ দূর করার কোনো সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। এমন কী, নিষেধাজ্ঞা আরোপের আগে কোনো সতর্কবাণীও পায়নি ক্যাসপারস্কি।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, তাদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার পেছনে কোনো প্রমাণ বা কোনো বাস্তবসম্মত ঝুঁকির কারণেও এটি আরোপ করা হয়নি। তাই আমরা ধরে নিচ্ছি, বর্তমান সময়ের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ক্যাসপারস্কির পণ্য ও সেবার গুণগত মানের উপযুক্ত নিরীক্ষা ছাড়াই এই উদ্যোগ নিয়েছে কানাডা।

উইচ্যাট এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য দেয়নি।

কানাডার ট্রেজারি বোর্ড জানায়, উইচ্যাট বা ক্যাসপারস্কি ব্যবহারে সরকারী তথ্য চুরি বা কোনো ধরনের ক্ষতির শিকার হয়েছে, এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই।

তবে এই অ্যাপগুলো যে প্রক্রিয়া ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করে, সে বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে দাবি করে ট্রেজারি বোর্ড।

বিবৃতিতে বলা হয়, 'কানাডা সরকারের নেটওয়ার্ক ও ডাটা নিরাপদ ও সুরক্ষিত রাখা ও আমাদের আন্তর্জাতিক অংশীদারদের অবলম্বন করা কৌশলের সঙ্গে সংগতি রাখতে উইচ্যাট ও ক্যাসপারস্কি অ্যাপ ডিলিট ও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

সোমবার (৩০ অক্টোবর) থেকেই সরকারি মোবাইল ডিভাইস থেকে উল্লেখিত অ্যাপ ডিলিট করা হচ্ছে। 

এছাড়া, ভবিষ্যতে এই অ্যাপগুলো যাতে কেউ ব্যবহার করতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে কানাডা একই ধরনের গোপনীয়তা ও নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের ছোট ভিডিও দেখার অ্যাপ টিকটককে সরকারি ডিভাইস থেকে নিষিদ্ধ করে।

ভাবানুবাদ করেছেন আহমেদ বিন কাদের অনি

তথ্যসূত্র: রয়টার্স

 

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago