মোবাইল ফোন দ্রুত চার্জ করার ৫ টিপস

নিরন্তর ব্যবহারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোবাইলের চার্জ। ছবি: সংগৃহীত
নিরন্তর ব্যবহারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোবাইলের চার্জ। ছবি: সংগৃহীত

প্রতিদিনের ব্যক্তিগত ও কাজের সুবিধার জন্য মোবাইল ফোন খুব দরকারি এক ডিভাইসে পরিণত হয়েছে। কম্পিউটারের মতো ডিজিটাল দুনিয়ার সব কাজই এখন মোবাইল ফোনে করা যায়। তবে নিরন্তর ব্যবহারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোবাইলের চার্জ।

মোবাইলফোনের এত বেশি ব্যবহারেররের ফলে এর চার্জ দ্রুত শেষ হতে থাকে। মোবাইলের চার্জ শেষ হবার পর পড়তে হয় বিড়ম্বনায়। তাই বার বার ফোন চার্জ করতে হয় এবং ফোন চার্জ করতে বেশখানিক সময় দরকার হয়।

স্বাভাবিক সময়ের চাইতেও কম সময়ে আপনি আপনার ফোনটি যেভাবে চার্জ করতে পারবেন তা নিয়ে আজকের আলোচনা।

টিপ ১  

চার্জে দেওয়ার পর অযথা ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ফোনে কথা বলা বা কোন অ্যাপ ব্যবাহার বন্ধ রাখুন।

টিপ ২

ইউএসবি পোর্ট দিয়ে ডেস্কটপ কিংবা ল্যাপটপে যুক্ত করে চার্জ করতে গেলে তাতে বেশি সময় লাগে। তাই নিরুপায় না হলে ফোনের সঙ্গে সরবরাহ করা চার্জার বা অ্যাডাপ্টর সরাসরি বৈদ্যুতিক সকেটের সঙ্গে যুক্ত করে চার্জ দিন। ফোন দ্রুত চার্জ হবে এবং ব্যাটারির স্থায়িত্বও বাড়বে।

ইউএসবি পোর্ট দিয়ে ডেস্কটপ কিংবা ল্যাপটপে যুক্ত করে চার্জ করতে গেলে তাতে বেশি সময় লাগে। ছবি: সংগৃহীত
ইউএসবি পোর্ট দিয়ে ডেস্কটপ কিংবা ল্যাপটপে যুক্ত করে চার্জ করতে গেলে তাতে বেশি সময় লাগে। ছবি: সংগৃহীত

টিপ ৩

ফোন চার্জ করতে দেওয়ার সময় খেয়াল করে দেখুন ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ চলছে কী না। যদি সচল থাকে তাহলে অ্যাপগুলো বন্ধ করে নিন। ফোন চার্জ হতে অপেক্ষাকৃত কম সময়ের প্রয়োজন হবে।

টিপ ৪

মোবাইল ফোন বন্ধ করে চার্জ করলে খুব অল্প সময়ে তা চার্জ হয়ে থাকে। কারণ এসময় ফোনের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে।

টিপ ৫

মোবাইল ফোনে গেম যত কম খেলা যায়, ততই ভালো। গেম খেলার সময় ফোনের চার্জ দ্রুত শেষ হয়। একই কথা প্রযোজ্য চার্জের ক্ষেত্রেও—ফোন চার্জে রেখে গেম খেলা থেকে বিরত থাকুন।

Comments

The Daily Star  | English

Yunus urges patience, promises polls roadmap soon after electoral reforms

He said the election train has started its journey and will not stop

21m ago