টুইটারের জন্য নতুন নেতৃত্ব খুঁজছেন ইলন মাস্ক

ইলন মাস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর প্রতিষ্ঠানটির জন্য নতুন নেতৃত্ব খুঁজছেন ইলন মাস্ক। ছবি: রয়টার্স ফাইল ফটো

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের জন্য নতুন নেতৃত্ব খুঁজছেন প্রতিষ্ঠানটির মালিক ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক সম্প্রতি কেনা এই প্রতিষ্ঠানটিতে বেশ সময় দিতে চাচ্ছেন না। তাই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার জন্য তার নতুন কর্মীর প্রয়োজন।

তিনি শিগগির টুইটারে আমূল পরিবর্তন আনবেন বলেও জানিয়েছেন।

মাস্ক বলেন, 'প্রতিষ্ঠানটি কেনার পর বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। এ জন্য এখানে অনেক সময় দিতে হয়েছে। কিন্তু, আমি টুইটারে বেশি সময় দিতে চাই না।'

তিনি জানান, টেসলার কয়েকজন প্রকৌশলী টুইটারের প্রকৌশলীদের সঙ্গে 'স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে' কাজ করছেন।

টুইটারের মালিকানা নেওয়ার পর প্রতিষ্ঠানটিতে দ্রুত পরিবর্তন আনেন মাস্ক। শুরুতেই তিনি এর প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ কর্মীদের চাকরিচ্যুত করেন। এরপর, বেশ কিছু সংখ্যক কর্মীকে ছাঁটাই করেন।

প্রতিবেদন অনুসারে, মাস্কের এসব উদ্যোগের ফলে প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলাও দেখা দেয়।

গতকাল মাস্ক টুইটারের কর্মীদের ইমেলে বলেছেন, 'বেশি সময় কাজ না করলে চাকরি থেকে বিদায় নিতে হবে।'

Comments