৩ কোটি টাকায় বিএমডব্লিউর বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি আই সেভেন

বিএমডব্লিউ আই৭। ছবি: বিএমডব্লিউর ওয়েবসাইট থেকে নেওয়া
বিএমডব্লিউ আই৭। ছবি: বিএমডব্লিউর ওয়েবসাইট থেকে নেওয়া

সম্প্রতি বাংলাদেশে বিএমডব্লিউ আই সেভেন ইড্রাইভ ৫০ গাড়িটি এনেছে এই ব্র্যান্ডের স্থানীয় পরিবেশক এক্সিকিউটিভ মোটরস লিমিটেড। এটি বিএমডব্লিউর আই-সিরিজের সর্বশেষ সহযোজন।

বিলাসবহুল ইলেকট্রিক গাড়িটি পাওয়া যাচ্ছে তিন কোটি টাকায়।

বিএমডব্লিউ আই৭ গাড়ি বাজারে এনেছে এক্সিকিউটিভ মোটর্স। ছবি: সংগৃহীত
বিএমডব্লিউ আই৭ গাড়ি বাজারে এনেছে এক্সিকিউটিভ মোটর্স। ছবি: সংগৃহীত

এতে থাকছে পঞ্চম প্রজন্মের বিএমডব্লিউ ইড্রাইভ প্রযুক্তি। এই গাড়িটি সাড়ে পাঁচ সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে।

একবার চার্জ দিলে গাড়িটি সর্বোচ্চ ৬১১ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।  এছাড়া নতুন মডেলটিতে থাকছে আগের মডেলের তুলনায় উন্নত এয়ার সাসপেনশন ও ইন্টিগ্রাল অ্যাকটিভ স্টিয়ারিং ফিচার।

বিএমডব্লিউ আই৭ গাড়ি বাজারে এনেছে এক্সিকিউটিভ মোটর্স। ছবি: সংগৃহীত
বিএমডব্লিউ আই৭ গাড়ি বাজারে এনেছে এক্সিকিউটিভ মোটর্স। ছবি: সংগৃহীত

এই ইলেকট্রিক গাড়িতে থাকছে কার্ভড ডিসপ্লে, বিএমডব্লিউ অপারেটিং সিস্টেম এইট ও চালককে সহায়তা করতে 'ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম' যা এ 'ইনফোটেনমেন্ট ব্যবস্থার' অংশ। 

কোনো গ্রাহক বিএমডব্লিউ আই সেভেন গাড়িটি কিনলে এক্সিকিউটিভ মোটরস লিমিটেড মালিকের বাড়িতে একটি ওয়াল বক্স চার্জার বিনামূল্যে ইনস্টল করে দেবে বলে জানিয়েছে।  

বিএমডব্লিউ আই৭ গাড়ির হোম চার্জিং সিস্টেম। ছবি: বিএমডব্লিউর ওয়েবসাইট থেকে নেওয়া
বিএমডব্লিউ আই৭ গাড়ির হোম চার্জিং সিস্টেম। ছবি: বিএমডব্লিউর ওয়েবসাইট থেকে নেওয়া

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন আসরিফা সুলতানা রিয়া

 

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

2h ago