‘মেড ইন বাংলাদেশ’ হুন্দাই রাস্তায় নামছে আগামী বছর

হুন্দাইয়ের ক্রেটা ২০২৩ এসইউভি
হুন্দাইয়ের ক্রেটা ২০২৩ এসইউভি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে হুন্দাইয়ের ক্রেটা ২০২৩ এসইউভি নিয়ে আসছে ফেয়ার টেকনোলজি। একটি রেডিয়েটর গ্রিলসহ ১ দশমিক ৫ লিটারের একটি পেট্রল ইঞ্জিন রয়েছে এই গাড়িটিতে। 

এ ছাড়া রয়েছে ১৭ ইঞ্চি ডায়মন্ড অ্যালয় রিম, একটি প্যানোরামিক সানরুফ এবং একটি ১০ দশমিক ২৫ ইঞ্চি উন্নতমানের ক্লাস্টার। 

হুন্দাইয়ের এই এসইউভিতে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশনসহ বেশ কিছু আধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে। 

ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করেছে। 

ফেয়ারের মতে, 'মেড ইন বাংলাদেশ' হুন্দাইয়ের যাত্রীবাহী গাড়িটি আগামী বছরের শুরুর দিকে রাস্তায় নামবে।

ক্রেটার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈরে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে হুন্দাইয়ের সেডান ও এসইউভি উৎপাদন করবে ফেয়ার টেকনোলজি। 

সেখান থেকে এসব গাড়ির পাশাপাশি অরিজিনাল যন্ত্রাংশ এবং বিক্রয়োত্তর সেবাও প্রদান করা হবে। 

 

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago