ফসল ফলছে তিস্তার বালুচরে

তিস্তা নদীর অব্যবহৃত বালুচরকে ব্যবহার উপযোগী করে দলবদ্ধ চাষাবাদে সফলতা এনেছে 'আগামীর সঞ্চয় সমবায় সমিতির' সদস্যরা।

শুষ্ক মৌসুমে এসব বালুচর অব্যবহৃত পড়ে থাকে। এই উদ্যোগ দেখে চরের কৃষকরা উদ্বুদ্ধ হবে বলে আশা করেন বিভিন্ন পেশা থেকে আসা সমিতির সদস্যরা।

Comments