বাঁওড়ের ইজারায় প্রভাবশালীরা, অনাহারে ঝিনাইদহের ৪০৬ জেলে পরিবার

বাঁওড়ে মাছ ধরতে পারছে না তারা। ফলে অর্ধাহার-অনাহারে দিন কাটছে তাদের। 

ঝিনাইদহের বলুহর, জয়দিয়া, বেড়গোবিন্দপুর, কাঠগড়া, ফতেপুর ও যশোর জেলার মর্জাদ বাঁওড়ের ইজারা মৎস্যজীবীদের না দেওয়ায় বিপাকে পড়েছে ৪০৬ মৎস্যজীবী পরিবার। বাঁওড়ে মাছ ধরতে পারছে না তারা। ফলে অর্ধাহার-অনাহারে দিন কাটছে তাদের। 

স্টার স্পেশালে দেখুন বাঁওড়পাড়ের মৎস্যজীবীদের জীবন-জীবিকার একমাত্র পথ বন্ধ হওয়ার গল্প।

Comments

The Daily Star  | English

Small furniture makers up the creek

Small wooden furniture businesses in Bangladesh are facing a deep financial crisis as the demand for their products has fallen drastically, according to market players.

17m ago