নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: গুটিকয়েক ব্যবসায়ীর হাতে মানুষ জিম্মি?

বর্তমানে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে তৈরি হয়েছে অস্থিরতা। এ অবস্থায় জন্য দায়ী করে দেশের ৩৬ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর বিরুদ্ধে স্ব-প্রণোদিত হয়ে ৪৪টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। বর্তমানে মামলাগুলোর শুনানি চলছে।

প্রতিনিয়ত জীবনযাত্রার খরচ সামলাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষ কি তাহলে হাতেগোনা কয়েকজন ব্যবসায়ীর হাতে জিম্মি?

Comments

The Daily Star  | English

Abu Sayed’s killing: Begum Rokeya University expels 71 students

Disciplinary actions were also taken against those BCL members, now a banned organisation, who were allegedly responsible for attacks and vandalism during the protests, says the VC

14m ago