পূর্ব-পশ্চিমের সংঘাত বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে: মাহাথির

পূর্ব পশ্চিমের সংঘাত
ড. মাহাথির মোহাম্মদ। ছবি: রয়টার্স ফাইল ফটো

পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সংঘাত বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক ড. মাহাথির মোহাম্মদ।

আজ সোমবার সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এ তথ্য জানিয়েছে।

মাহাথির মোহাম্মদ (৯৭) সংবাদমাধ্যমটিকে বলেন, 'যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে রাশিয়াবিরোধী জোটে টানার চেষ্টা করবে। অন্যদিকে, রাশিয়াও মিত্র খুঁজবে। পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সংঘাত দেখা দেবে, যা বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে।'

তার মতে, ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বকে সমস্যায় ফেলেছে। এ কারণে বিশ্বে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। খাদ্যশস্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, 'ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আমন্ত্রণ জানানো একটি উসকানি। বাস্তবতা হলো—ইউক্রেন যদি ন্যাটোতে যোগ না দেয় তা রাশিয়ার জন্য কম হুমকি হবে। তখন সংঘাত থাকবে না। কিন্তু, যখন ইউক্রেনকে ন্যাটোয় নেওয়ার প্রক্রিয়া শুরু হবে তখন রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেবে।'

তিনি মনে করেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে ন্যাটোর দেশগুলো সরাসরি জড়িত নয়। কারণ, ইউক্রেন এই জোটের সদস্য নয়।

রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত ন্যাটোর সদস্য দেশগুলোকেও অনেক ক্ষতিতে ফেলবে বলেও মনে করেন মাহাথির মোহাম্মদ।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago