ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ
মূলত ব্যাটিংয়েই নিজেদের সর্বনাশ করে ফেলেছিলো বাংলাদেশ। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল্প পুঁজি নিয়ে লড়াই করার বাস্তবতা ছিলো না, লড়াই হয়ওনি। হেইলি ম্যাথিউজ, স্টেফানি টেইলর, দেয়ান্দ্রা ডটিনদের ব্যাটে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে ক্যারিবিয়ানরা।
বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের ১০৩ রান ৭.১ ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে ক্যারিবিয়ানরা। এই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা প্রায় নিভে গেল বাংলাদেশ দলের।
১০৪ রানের মামুলি লক্ষ্যে নেমে দারুণ শুরু আনেন হেইলি ও স্টেফানি। পাওয়ার প্লেতেই তুলেন ঝড়। ২২ বলে ৩৪ করে মারুফা আক্তারের বলে যখন বোল্ড হয়ে ফিরছেন হেইলি স্কোরবোর্ডে এসে গেছে ৫২ রান। অর্থাৎ অর্ধেক কাজ সারা।
স্টেফানি প্রান্ত ধরে খেলছিলেন। চোট পেয়ে তিনি মাঠ ছাড়েন ২৯ বলে ২৭ করে। এরপর শেমাইনে ক্যাম্পবেল ১৬ বলে ২১ করে রাখেন ভূমিকা। তার বিদায়ের পর চিনলে হেনরিকে এক পাশে রেখে ৭ বলে ১৯ তুলে ঝটপট খেলা শেষ করে দেন ডটিন।
এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে ব্যাটিংয়ের সেই পুরনো রোগে ধুঁকতে থাকে বাংলাদেশের ইনিংস। দিলারা আক্তার ভালো শুরু পেয়েও টানতে পারেননি। তিনে নেমে মন্থর খেলে মোমেন্টাম নষ্ট করেন সোবহানা মুশতারি। অধিনায়ক জ্যোতি শুরুতে বেশ ভালোই খেলছিলেন, তিনিও সময়ের সঙ্গে হয়ে পড়েন শ্লথ।
জ্যোতি ৩৯ করলেও তাতে লেগেছে ৪৪ বল, দল পায়নি চ্যালেঞ্জিং পুঁজি। এর আগে মুশতারি ২২ বল খুইয়ে করে যান ১৬ রান। শেষ দিকের ব্যাটাররাও ভিন্ন কিছু করতে না পারায় টেনেটুনে একশো পার করেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। এই রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী ব্যাটারদের বিপক্ষে লড়াই করা ছিলো কঠিন। বোলাররা সেই অবস্থা তৈরি করতে পারেননি।
স্কটল্যান্ডের কাছে জিতে বিশ্বকাপ শুরুর পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনালে উঠার আশা প্রায় নিভে গেছে বাংলাদেশের মেয়েদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১২ অক্টোবর তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
Comments