টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেকটা বাঁচা-মরার লড়াইয়ে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। তবে তাতে ক্ষতি হয়নি। নিগার সুলতানা জ্যোতির প্রত্যাশা অনুযায়ী আগে ব্যাটিংই পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং বেছে নেয় ক্যারিবিয়ানরা। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, টস জিতলেও ব্যাটিংই নিতেন তারা। কাজেই টস হেরেও হতাশ নন তিনি।
বাংলাদেশ একাদশে কোন বদল আনেনি। আগের ম্যাচের একাদশই খেলানোর কথা জানান জ্যোতি।
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর ইংল্যান্ডের কাছে হারে বাংলাদেশ। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর স্কটিশদের হারায় ক্যারিবিয়ানরা। সেদিক থেকে দুদলই আছে একই অবস্থানে।
বাংলাদেশ একাদশ: সাথি রানী, দিলারা আক্তার, সোবহানা মুশতারি, নিগার সুলতানা জ্যোতি, স্বর্ণা আক্তার, তাজ নেহার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: হেইলি ম্যাথুউজ, স্টেফানি টেইলর, কিনা জোসেফ, শেমানি ক্যাম্পবেল, দেয়ান্দ্রা ডটিন, চিনহেলে হেনরি, আলিয়া অ্যালেইনে, মান্দ্রে মাংগ্রু, আফে ফ্লেচার, আসমিনি মুনিসার, কারিশমা রাম্পরেক।।
Comments