প্যারিস অলিম্পিক

ব্রেক ড্যান্সের অভিষেক সোনা জিতে ইতিহাস গড়লেন উইজার্ড

ছবি: এএফপি

চলতি অলিম্পিকে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে ব্রেকিং বা ব্রেক ড্যান্সিং। ইভেন্টটির অভিষেকে ছেলেদের বিভাগে সোনা জিতে ইতিহাস গড়লেন কানাডার ফিল উইজার্ড।

শনিবার প্যারিস অলিম্পিকে ব্রেকিংয়ের ফাইনালে একচেটিয়া আধিপত্য দেখান উইজার্ড। তার আসল নাম ফিলিপ কিম। তিন রাউন্ডের লড়াইয়ে বিচারকদের রায়ে ২৭ বছর বয়সী এই ড্যান্সার পান ২৩ ভোট।

প্লেস দে লা কনকর্ডে অনুষ্ঠিত ফাইনালে উইজার্ডের কাছে পাত্তাই মেলেনি স্বাগতিক দেশের ড্যানি ড্যানের। ৩৬ বছর বয়সী এই বি-বয়ের (পুরুষ ব্রেক ড্যান্সারদের সাধারণত এই নামে ডাকা হয়) জোটে মাত্র চার ভোট।

ছবি: এএফপি

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইজার্ড জানান, সোনা জেতা নয়, বিশ্বকে ব্রেকিংয়ের সঙ্গে পরিচয় করে দেওয়াই ছিল তার উদ্দেশ্য, 'আমি আশা করি, ব্রেকিং যে কতটা অবিশ্বাস্য তা দুনিয়াকে দেখানোর জন্য এই দিনটি একটি নিখুঁত উদাহরণ ছিল। সত্যিই এটি এখানে আমার আসার একমাত্র লক্ষ্য ছিল।'

তিনি যোগ করেন, 'আমি ভীষণ কৃতজ্ঞ এবং জয় নিয়ে আসতে পেরে খুব খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমি কেবল বিশ্বকে দেখাতে চেয়েছিলাম যে ব্রেকিং কী।'

ছেলেদের বিভাগে এবার অংশগ্রহণ করেন ১৮ জন বি-বয়। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ভিক্টর মন্টালভো। তিন রাউন্ডের লড়াইয়ে তিনি পরাস্ত করেন জাপানের শিগেউকি নাকারাইকে।

অলিম্পিকের মঞ্চে প্রথম ও সম্ভবত শেষবারের মতো ইভেন্টের তালিকায় দেখা গেল ব্রেকিংকে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় আগামী ২০২৮ অলিম্পিক থেকে এটি বাদ পড়েছে।

Comments

The Daily Star  | English
tulip

UK anti-corruption minister Tulip Siddiq resigns

British minister Tulip Siddiq, who was responsible for financial services and fighting corruption, resigned today after weeks of questions over her financial ties to her aunt Sheikh Hasina, ousted last year as prime minister of Bangladesh.

9m ago