ওয়ানডে ক্রিকেটই সবচেয়ে কঠিন লাগে সূর্যকুমারের

suryakumar yadav

টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি বিশ্বের এক নম্বর ব্যাটার। তার রেকর্ড রীতিমতো ঈর্ষনীয়। কিন্তু সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডেতে আবার তাল মেলাতে পারেন না সূর্যকুমার যাদব। ভারতের এই ডানহাতি ব্যাটারের কাছে ওয়ানডে আপাতত সবচেয়ে কঠিন মঞ্চ। এশিয়া কাপের আগে ওয়ানডের ধাঁধা নিরসনে তিনি কাজ করছেন প্রচুর।

টি-টোয়েন্টিতে যেখানে  ৫৩ ম্যাচ খেলে ৪৬.০২ গড় আর ১৭২.৭০ স্ট্রাইকরেটে ১ হাজার ৮৪১ রান করেছেন। ওয়ানডেতে সেখানে পরিসংখ্যান বেশ বিবর্ণ। ২৬ ম্যাচে ১০১.৩৮ স্ট্রাইকরেট রাখতে পারলেও ৫১১ রান তুলেছেন স্রেফ ২৪.৩৩ গড়ে। তার লিস্ট-এ ক্রিকেটের গড়ও আহামরি না, ৩৩.৯৮। চার নম্বরে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।

সূর্যকুমারকে ওয়ানডে দলে নেওয়ায় তাই সমালোচনা হয়েছে বিস্তর। তবে টি-টোয়েন্টির ভাবমূর্তি দিয়ে এশিয়া কাপও খেলবেন তিনি। তবে ঠিকই জানেন এবারই হয়ত শেষ সুযোগ। এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপে জানান ওয়ানডেতে রানের উপায় বের করতে কাজ করছেন কোচ রাহুল দ্রাবিড়। দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি আর রোহিত শর্মার সঙ্গে,  'একদিনের ম্যাচে ভারসাম্য রাখা আসল। এজন্য আমি অনেক অনুশীলন করছি। এরসঙ্গে রাহুল ভাই, রোহিত ভাই, বিরাট ভাইয়ের পরামর্শ নিচ্ছি। আশা করছি তাড়াতাড়ি ওয়ানডেতে রান পাব।'

'সবাই বলে আমার জন্য নাকি কেবল টি-টোয়েন্টিই ভালো। তবে দুটোই সাদা বলের খেলা। ৫০ ওভারের ক্রিকেটে রান করার উপায় এখনো আয়ত্ত করতে পারিনি। কঠোর অনুশীলন করছি। আমার কাছে ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট এটাই।'

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিন সংস্করণেই খেলা হয়ে গেছে তার। টেস্ট যদি খেলেছেন স্রেফ একটি। তবে তার অভিজ্ঞতায় ক্রিকেটের সবচেয়ে কঠিন সংস্করণ নাকি এই ওয়ানডে। যেখানে আছে বাকি দুই সংস্করণের রসদ, 'ওয়ানডেতে কিন্তু বাকি দুই সংস্করণ মেশানো আছে। শুরুতে ক্রিজে থিতু হতে হবে। প্রান্ত বদল করে খেলতে হবে। শেষ দিকে গিয়ে টি-টোয়েন্টির মেজাজে খেলতে হবে।'

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

1h ago