আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ওই সময়ে ফিরে যেতে চাই না: রোহিত

২০১১ বিশ্বকাপের আগে ভারতীয় দলের অংশ ছিলেন রোহিত। যদিও শেষমেশ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটারের।

ওই সময়ে ফিরে যেতে চাই না: রোহিত

ওই সময়ে ফিরে যেতে চাই না: রোহিত
ছবি: রয়টার্স

২০১১ সালে ঘরের মাঠে ভারত যখন বিশ্বকাপ জয়ের উদযাপনে মেতেছিল, রোহিত শর্মাকে বাইরে বসেই দেখতে হয়েছিল। এবার নিজেদের মাটিতে আরেকটি বিশ্বকাপে সেই রোহিতের নেতৃত্বেই ভারত নামবে চ্যাম্পিয়ন হতে। তার আগে সংবাদ সম্মেলনে ২০১১ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার ওই কঠিন সময়ে ফিরে যেতে চাইলেন না রোহিত। তারপরও সেই প্রসঙ্গে বললেন অনেক কথা। একইসঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, ইচ্ছা থাকলে স্বপ্ন সত্যি হয়।

আগামীকাল রোববার আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে নামবে ভারত। এর আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, 'দেখুন, ওই সময়ে ফিরে যেতে চাই না। সময়টা বড় আবেগপূর্ণ ছিল। আমার মনে হয়... আমি নিশ্চিত, সবাই জানে সে ব্যাপারে। ওই সময়টা বড্ড কঠিন ছিল।'

২০১১ বিশ্বকাপের আগে ভারতীয় দলের অংশ ছিলেন রোহিত। যদিও শেষমেশ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটারের। তবে স্বপ্নকে বাস্তব বানিয়ে এবার দলকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া রোহিতের মনে হচ্ছে, কখনো যা ভাবেননি সেটাই ঘটেছে, 'এখন আমি খুশি যে এমন একটা পর্যায়ে আছি, যেখানে আমি দলকে ফাইনালে নিয়ে যাওয়ায় নেতৃত্ব দিচ্ছি। আমি কখনো ভাবিনি এরকম কিছু ঘটবে। কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে সত্যিই তা ঘটে। আর আপনি বড় স্বপ্ন দেখলে, এরকম ঘটনা ঘটে। তো এটাই, আমি শুধু বলব, এখানে থাকতে পেরে খুব খুশি।'

শিরোপা জয়ের জন্য বাকি আর মাত্র একটি ধাপ। এমন পরিস্থিতিতে পৌঁছে আবেগতাড়িত হতে চাইছেন না চলতি বিশ্বকাপে ৫৫০ রান করা রোহিত, 'আমি জানি আগামীকালকের গুরুত্ব। তো আমি ব্যাপারটাকে সুন্দর, শান্ত ও আরামদায়ক রাখতে চাই এবং ২০১১ সালে কী ঘটেছিল অথবা কাল কী হতে পারে, সেটা নিয়ে চিন্তা করে আবেগী হয়ে পড়তে চাই না।'

দাপুটে পারফরম্যান্সে দশ ম্যাচের সবগুলো জিতে ফাইনালে এসেছে ভারত। টুর্নামেন্টের শুরুতে যেমন মানসিক অবস্থায় ছিলেন, রোহিত সেরকমই থাকতে চাইছেন মহাগুরুত্বপূর্ণ ফাইনালে, 'আমি শুধু আমার জন্য সেই একই পরিবেশ তৈরি করতে চাই যেমনটা বিশ্বকাপের শুরুতে করেছিলাম। আমরা সবাই ভালো পরিবেশে ছিলাম। আমরা সবাই এখনও ভালো পরিবেশে আছি। তো আমি শুধু সেটাই ধরে রাখতে চাই। যেমনটা বললাম, বেশি ইতিবাচক হতে চাই না, বেশি নেতিবাচক হতেও চাই না, ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে চাই (মানসিক দিক থেকে)।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago