হেনরির বদলে বাংলাদেশ সফরে আসছেন ওয়েগনার
বিশ্বকাপ চলাকালীন চোট পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ম্যাট হেনরি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাই তার বদলে নেইল ওয়েগনারকে নিয়ে আসবে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের সময় ডান পায়ের মাংসপেশির চোটে পড়েন হেনরি। ডানহাতি পেসারকে সেমিফাইনাল মঞ্চে পায়নি নিউজিল্যান্ড। চলতি সপ্তাহে পর্যবেক্ষণ করে দেখা যায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তার সেরে উঠা সম্ভব নয়। ফলে ৬৩ টেস্টের অভিজ্ঞতা থাকা বাঁহাতি পেসার ওয়েগনারকে নিয়ে নিয়েছে তারা।
আগামী ২১ নভেম্বর দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২৮ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট খেলার পর ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে মিরপুর। টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ওয়েগনার নিজেও ছিলেন চোটে। পিঠের চোট কাটিয়ে চলতি সপ্তাহে প্লাঙ্কেট শিল্ডে ফিরে বল করছিলেন তিনি। ব্ল্যাকক্যাপস নির্বাচক স্যাম ওয়েলস বলেন হেনরি চোটে পড়লে ওয়েগনারকে পাওয়ায় তারা ভাগ্যবান, 'নেইলের দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশ সফরে পাওয়াটা দারুণ ব্যাপার। তার রেকর্ড তার হয়ে কথা বলে, সে কি করতে পারে তাতে তা বোঝা যায়। সে উপমহাদেশে অনেক ক্রিকেট খেলেছে। আমার মনে হয় সে চ্যালেঞ্জ নিতে রোমাঞ্চিত থাকবে।'
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্বকাপের স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার থাকছেন। স্কোয়াডে পেসার রাখা হয়েছে স্রেফ তিনজন। অধিনায়ক টিম সাউদির সঙ্গে কাইল জেমিসন আর নেইল ওয়েগনার আছেন।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্ল্যান্ডেল, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, নেইল ওয়েগনার, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।
Comments