আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিশ্বকাপের সেমিফাইনালের সূচি

নিউজিল্যান্ডের আগে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কেটেছে স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের সেমিফাইনালের সূচি

বিশ্বকাপের সেমিফাইনালের সূচি
ছবি: এএফপি

সেমিফাইনালে ওঠার জন্য পাকিস্তানের সামনে ছিল অসম্ভব এক সমীকরণ। ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৩৮ রানের বড় লক্ষ্য পেরিয়ে যেতে হবে ৬.৪ ওভারে। অবধারিতভাবেই তা মেলাতে পারেনি পাকিস্তান। ফলে নেট রান রেটের হিসাবে বিশ্বকাপের শেষ চারে নাম লেখাল নিউজিল্যান্ড।

কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। তাদের ম্যাচ এখনও শেষ হয়নি। তবে এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সেমিতে ওঠার দৌড়ে থাকা পাকিস্তানের। ইংলিশদের শেষ পর্যন্ত হারাতে পারলেও নেট রান রেটে কিউইদের পেছনেই থাকবে দলটি।

নিউজিল্যান্ডের আগে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কেটেছে স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

এখন পর্যন্ত খেলা আট ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১৬ পয়েন্ট পেয়েছে ভারত। ফলে তাদের গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া নয় ম্যাচের সবগুলো খেলে ১৪ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রান রেটের বিচারে এগিয়ে থাকায় প্রোটিয়ারা দ্বিতীয় হয়েছে। অজিরা পেয়েছে তৃতীয় স্থান। নিউজিল্যান্ড নয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিতে উঠেছে।

প্রথম সেমিফাইনালে পয়েন্ট তালিকার প্রথম দল ভারত মুখোমুখি হবে চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের। ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর। পরদিন কলকাতায় দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া পরস্পরকে মোকাবিলা করবে দ্বিতীয় সেমিতে।

সূচি:

সেমিফাইনাল তারিখ ম্যাচ ভেন্যু সময়
প্রথম ১৫ নভেম্বর ভারত-নিউজিল্যান্ড মুম্বাই ২টা ৩০ মিনিট
দ্বিতীয় ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া কলকাতা ২টা ৩০ মিনিট

Comments

The Daily Star  | English

Public gatherings banned in key Dhaka areas from tomorrow: ISPR

Restrictions imposed to maintain order near Chief Adviser’s Office, military zones

1h ago