‘পেস বোলারদের সাফল্যের পেছনে ভূমিকা রেখেছেন ডোনাল্ড’
বাংলাদেশ দলের অনুশীলনে অনেকটা বিদায় রাগিণী। ঐচ্ছিক অনুশীলনে আসেননি দলের বেশিরভাগ ক্রিকেটার। কোচিং স্টাফদের মধ্যে অনুপস্থিত ছিলেন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ ক্রিকেট দলকে বিদায় জানানো দক্ষিণ আফ্রিকান এই পেস বোলিং কোচ শেষ দিনের অনুশীলনে পেয়েছেন বিশ্রাম। আগের দিন দ্য ডেইলি স্টারকে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন কণ্ঠে চরম অসন্তোষ নিয়ে। অনুশীলনে না এলেও শুক্রবার তিনি আলোচনায় ছিলেন প্রবলভাবে।
ডোনাল্ডের মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠে চণ্ডিকা হাথুরুসিংহের কাছে। এই বিষয়ে কোন কথা বলতে না চাইলেও বিদায় বেলায় তাকে প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ।
চলতি বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে ছিল বাংলাদেশের চুক্তি। তবে পেস বোলিং ইউনিট ভালো করায় চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা ছিল স্বাভাবিক। সেই আলাপের দিকে আর এগোয়নি কিছু। বরং তিক্ততার মধ্য দিয়েই শেষ হচ্ছে ডোনাল্ড অধ্যায়। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে অধিনায়ক সাকিব আল হাসানের টাইমড আউট করাকে সমালোচনা করেন ডোনাল্ড। এই দৃশ্য তার কাছে খুবই খারাপ লেগেছে বলে জানান তিনি।
তার মন্তব্যের পর বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ জানায় নিজেদের অসন্তুষ্টি। দলের মিটিংয়ে কাঠগড়ায় তোলা হয় ডোনাল্ড। সেই সভার কথা চলে আসে বাইরে। ডোনাল্ড চলে যাওয়ার খবরও দেওয়া হয় গণমাধ্যমে।
বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে এই ব্যাপারে ডোনাল্ড চরম হতাশা নিয়ে জানান বিদায়ের, আঙুল তুলেন বিশেষ একজনের প্রতি, 'আমি জানি কে এই সভায় ছিলেন, আমি জানি এটা কে। যেভাবে এটা বর্ণনা করা হলো তা দারুণ। হ্যাঁ, আমার শেষ। আমি বাড়ি চলে যাচ্ছি।'
গত কয়েক ঘণ্টা এই নিয়ে আলাপ হলেও তা জানেন না হাথুরুসিংহে। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে এই ব্যাপারে প্রশ্ন শুরুতে এড়িয়ে যান, 'আমি জানি না কি আলাপ হচ্ছে। আমি যতটা জানি বিশ্বকাপের পর কয়েকজন কোচের চুক্তি শেষ হচ্ছে।'
টাইমড আউট নিয়ে ডোনাল্ডের মন্তব্যের পর তার সঙ্গে কোন আলাপ না হওয়ার কথা জানান তিনি, 'না, আমার সঙ্গে এ নিয়ে কোন কথা হয়নি তার।'
তবে ২০২২ সাল থেকে বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করা সাবেক প্রোটিয়া পেসারকে কৃতজ্ঞতা জানিয়েছেন হাথুরুসিংহে। গত কয়েকমাসে তার কাজের প্রশংসা করেছেন তিনি, 'আমরা আসলে এই ম্যাচের পর কথা বলতাম তার সঙ্গে। কিন্তু সে এখানে আসার পর থেকে অসাধারণ কাজ করেছে। আমাদের পেস বোলারদের সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে। দলের সার্বিক সাফল্যেও তার ভূমিকা ছিলো। সে অনেক অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব নিয়ে এসেছিল দলে। কোচ হিসেবে সে ছিলো দারুণ এক সংযুক্তি। তার মতন অভিজ্ঞ একজনের সঙ্গে কাজ করা মিস করব।'
Comments