আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

সুজনের মন্তব্য নিয়ে প্রশ্নে যা বললেন হাথুরুসিংহে

বাজে পারফর্ম করে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ দিল্লিতে এসে ছিলো অনেকটা নীরব,  নিজেদের রেখেছিল গুটিয়ে। শীতল এই পরিস্থিতি গত শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত করে দেন টিম ডিরেক্টের খালেদ মাহমুদ সুজন।

দিল্লি থেকে

সুজনের মন্তব্য নিয়ে প্রশ্নে যা বললেন হাথুরুসিংহে

সুজনের মন্তব্য নিয়ে প্রশ্নে যা বললেন হাথুরুসিংহে

বাজে পারফর্ম করে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ দিল্লিতে এসে ছিলো অনেকটা নীরব,  নিজেদের রেখেছিল গুটিয়ে। শীতল এই পরিস্থিতি গত শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত করে দেন টিম ডিরেক্টের খালেদ মাহমুদ সুজন। সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে তাকে থাকতে না দেওয়ার আক্ষেপ জানান সরাসরি, দলের সিদ্ধান্ত নেওয়ার সমস্যার কথাও জানান প্রকাশ্যে। প্রভাবশালী বোর্ড পরিচালকের এই মন্তব্য নজরে এসেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

শুক্রবার টিম হোটেলের সামনে গণমাধ্যমের সামনে হাজির হয়ে সুজন বলেন, দলের খারাপ করার পেছনের কারণ সিদ্ধান্ত গ্রহণে সমস্যা। দলের মাথা হিসেবে তাকে ভারতে আনা হলেও তিনি জানান, সিদ্ধান্ত গ্রহণের কোন দায়িত্ব তাকে দেওয়া হয়নি, 'আমার তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমাকে বলে দেওয়া হয়েছে আমি কতটুকু পারব, কতটুকু পারব না। এখন ক্রিকেটিং রুল আমার না।'

এমন ভূমিকায় থাকা উপভোগ করছেন না এমনকি এমন জানলে আসতেও চাইতেন না বলে জানান তিনি,  'আমি তো এভাবে থাকতেই চাই না। আমি উপভোগ করছি কিনা-না, অবশ্যই না। একটা ট্যুরে আমি অভিভাবক হিসেবে থাকব, নিয়ম-শৃঙ্খলা বা অন্য বিষয় দেখব, সেটা তো আমার কাজ না।'

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন দিল্লিতে সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। সুজনের মন্তব্যের প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে কৌশলী উত্তর দেন বাংলাদেশের কোচ,  'আমি তার সাক্ষাতকার দেখেছি কিন্তু আমার মনে হয় এসব বিষয় তিনি কারো সঙ্গে আলোচনা করেননি। কাজেই আমি প্রথম এসব মিডিয়ায় দেখলাম। আমি এই বিষয়ে কোন মন্তব্য করছি না কারণ আমি আগে এটা শুনিনি।'

 এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপের ঠিক আগে টিম ডিরেক্টর করা হয় সুজনকে। প্রধান কোচের বাইরে এই পদ নিয়ে শুরু থেকেই ছিল প্রশ্ন। প্রধান কোচের পাশাপাশি বিশ্বকাপে টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করছেন শ্রীধর শ্রীরাম। সিদ্ধান্ত নেওয়ার জায়গায় এতজন থাকায় একটা সাংঘর্ষিক অবস্থা তৈরির শঙ্কা ছিল, সেটাই হচ্ছে কিনা এখন খতিয়ে দেখার বিষয় বিসিবির।

Comments

The Daily Star  | English

ACC to investigate irregularities in 11th National Election

A five-member team has been formed to investigate these allegations

37m ago