যে নিয়মের কারণে ওপেনিং করতে পারেননি ফখর

সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের ইনিংস উদ্বোধন করার কথা ছিল ফখর জামানের। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারেই ফিল্ডিং করতে গিয়ে তার চোটে শঙ্কা দেখেছিল স্বাগতিকরা। তখন মাঠ ছেড়ে যাওয়া এই বাঁহাতি ব্যাটার পরে ফিরেছিলেন মাঠে। কিন্তু নিয়মের বেড়াজালে আটকে দ্বিতীয় ইনিংসের সূচনায় ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি।
তাকে ব্যাটিংয়ে নামতে হলে পাকিস্তানের ইনিংসের সময় ২৫ মিনিট পেরিয়ে যেতে হতো। শেষমেশ দশম ওভারে ২২ রানে পাকিস্তান দ্বিতীয় উইকেট হারানোর পর তিনি নেমেছেন ব্যাটিংয়ে। তার জায়গায় ওপেনিংয়ে নামা সাউদ শাকিল করেছেন ১৯ বলে ৬ রান।
আইসিসির ওয়ানডে ফরম্যাটের প্লেয়িং কন্ডিশনের ২৪.২.৩ ধারা অনুযায়ী- কোন ফিল্ডার মাঠে খেলা চলাকালীন সময়ে যদি ৮ মিনিটের বেশি অনুপস্থিত থাকেন, তাহলে যত সময় তিনি মাঠের বাইরে কাটাবেন, ততটুকু সময় খেলা অনুষ্ঠিত হওয়ার পরই কেবল খেলায় অংশ নিতে পারবেন। এই মাঠের বাইরে থাকা সময়টিকে পেনাল্টি টাইম বলা হয়ে থাকে।
পেনাল্টি টাইম পেরিয়ে যাওয়ার পর কেউ ব্যাট-বল করতে সক্ষম হবেন। এক্ষেত্রে যদি পেনাল্টি টাইম শেষ হওয়ার আগে ফিল্ডিং ইনিংসের সমাপ্তি ঘটে যায়, তাহলে সেই সময়টুকু কাটাতে হবে ব্যাটিং ইনিংসে। ফখরের বেলায় এটি ঘটেছে।
ম্যাচের প্রথম ওভারে মিড উইকেটের দিকে খেলা একটি শট রুখতে বাউন্ডারি পর্যন্ত বল তাড়া করেন ফখর। বাউন্ডারির পাশে এরপর তাকে হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে দেখা যায়। শেষমেশ তিনি মাঠে ফিরতে পারেন, কিন্তু পেনাল্টি টাইম কাটানোর আগেই পাকিস্তানের বোলিং ইনিংস শেষ হয়ে যায়। তার পেনাল্টি টাইমের ২৫ মিনিট বাকি থাকে। এ কারণে শুধু ওপেনিংয়ে ফখর ব্যাট করতে পারেননি, তা নয়। চতুর্থ ওভারে একটি উইকেট হারিয়ে ফেলার পরও তাকে ব্যাটিংয়ে দিতে পারেনি পাকিস্তান।
অবশ্য পাঁচ উইকেট পড়ে গেলে আর ব্যাট করতে কোন ধরাবাঁধা থাকে না। পেনাল্টি টাইম শেষ না হলেও তখন ব্যাটিংয়ে আসতে পারেন যেকোনো খেলোয়াড়। ম্যাচে বহিরাগত চোট পেয়ে যদি কেউ মাঠ ছাড়েন, সেক্ষেত্রে আবার পেনাল্টি টাইমের বাধা পার করতে হয় না। তবে অভ্যন্তরীণ ইনজুরি বা অসুস্থতায় ফিল্ডিংয়ে অনুপস্থিত থাকলে পেনাল্টি টাইম রয়েছে।
Comments