এটা আমার জীবনের সেরা জন্মদিনের উপহার: ইয়ামাল

আগের দিনই ১৭'তে পা দিয়েছেন লামিনে ইয়ামাল। সতীর্থ সবাই মিলে তার জন্মদিন উদযাপন করেছেন জাঁকজমক পূর্ণভাবেই। কিন্তু তারপরও কোথায় যেন অপূর্ণতা ছিল। আর সে অপূর্ণতাও পূরণ হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জয়ের মাধ্যমে। যেখানে তিনি আবার পেয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের তকমা। এরচেয়ে দারুণ উপহার কী হতে পারে!

রোববার রাতে বার্লিনের অলিম্পিয়াস্তাদিওনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার মূল কারিগর ইয়ামালই। তার পাস থেকেই লক্ষ্যভেদ করেন নিকো উইলিয়ামস এরপর ৭৩তম মিনিটে ইংলিশরা সমতা টানলেও শেষ দিকে বদলি খেলোয়াড় মিকেল ওয়ারজাবালের গোলে জয় নিশ্চিত হয় স্প্যানিশদের।

অথচ প্রথমবারের মতো মেজর কোনো টুর্নামেন্টে খেলতে আসেন ইয়ামাল। সবমিলিয়ে তাই দারুণ উচ্ছ্বসিত এই তরুণ। ম্যাচ শেষে টিভিইকে আলাপকালে বলেন, 'এটি একটি স্বপ্ন এবং আমি উদযাপন করতে স্পেনে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। এটি আমার পাওয়া সেরা (জন্মদিনের) উপহার। আমি আমার পরিবারের সঙ্গে উদযাপন করতে যেতে চাই।'

তবে ইংলিশরা যখন সমতা ফেরায় তখন ভয় পেয়েছিলেন বলে স্বীকার করেন এই তরুণ, 'যখন তারা (ইংল্যান্ড) সমতা আনে, তখন কঠোর ধাক্কা খেয়েছি। কিন্তু আমি জানি না যে এই দলটি কী দিয়ে তৈরি তা সবসময় ফিরে আসে। আমার সমস্ত সতীর্থরা আমাকে অনেক সাহায্য করেছে এবং এখন আমি খুব খুশি।'

সবমিলিয়ে জার্মানিতে আয়োজিত এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কথা কখনই ভুলবেন না ইয়ামাল। টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন বার্সেলোনার উইঙ্গার। আসরে সর্বাধিক চারটি অ্যাসিস্ট করেছেন, সঙ্গে করেছেন দুর্দান্ত একটি গোলও।

Comments

The Daily Star  | English

Bangla Academy suspends list of awardees

A statement from Bangla Academy's Director General Mohammad Azam said following a meeting of the Literary Award committee, the decision was made to reconsider the original list

57m ago