ইয়ামালের উত্থানে জাভি ও দে লা ফুয়েন্তেকে কৃতিত্ব দিচ্ছেন স্কালোনি

বিশ্বের এক প্রান্তে চলছে ইউরো, আরেক প্রান্তে কোপা আমেরিকার লড়াই। দুই বড় ফুটবল আসরের ফাইনাল ম্যাচ পড়েছে পাঁচ ঘন্টার ব্যবধানে। এক আসর নিয়ে তাই প্রাসঙ্গিকভাবে অন্য আসরেও কথা হচ্ছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যেমন কথা বললেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালকে নিয়ে।

কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে ইয়ামাল প্রসঙ্গ আসে স্কালোনির সামনে। এই ১৭ বছরের তরুণকে নিয়ে কথা বলতে গিয়ে দুই কোচ জাভি হার্নান্দেজ ও লুইস দে লা ফুয়েন্তেকে বাহবা দেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ।

১৫ মাস আগে বার্সেলোনার হয়ে অভিষেক হয় তখনকার ১৫ পেরুনো ইয়ামালের। এত কম বয়সী কাউকে সর্বোচ্চ মঞ্চে খেলতে নামানো বড় সাহসের বিষয়। সেই সাহস দেখান তখনকার বার্সেলোনা কোচ জাভি।

এবার ইউরোতে ১৬ পেরুনো ইয়ামালকে দলে নিয়ে নেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। খেলায় নামিয়ে বাজিমাতও করে দেন তিনি। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে মোড় ঘোরানো, চোখ ধাঁধানো গোল করে বিশ্ব ফুটবলে নতুন বার্তা দেন ইয়ামাল। আন্তর্জাতিক আসরে সবচেয়ে কম বয়সে গোল করে ব্রাজিল কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে দেন তিনি।

সাম্প্রতিক সময়ে ফুটবলে সবচেয়ে বড় উত্থান হিসেবে আখ্যা পেয়েছেন ইয়ামাল। তার উঠে আসার পেছনে জাভি ও দে লা ফুয়েন্তের ভূমিকা দেখেন স্কালোনি, 'লামিন ইয়ামালের উত্থান চিত্তাকর্ষক। কৃতিত্ব দিতে হবে জাভিকে। সে তাকে খুব কম বয়সে খেলার সুযোগ দিয়েছে বার্সেলোনার জার্সিতে। এরপর কৃতিত্ব দিতে হবে লুইসকে (দে লা ফুয়েন্তে)। সে তাকে এত অল্প বয়সে স্পেন জাতীয় দলে সুযোগ দিয়েছে। সাম্প্রতিক বছরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সফল উত্থান বলতে হবে।'

ইয়ামালকে এখন পর্যন্ত খুব যত্ন করে ব্যবহার করেছে স্পেন। খুব বেশি যাতে দখল না হয় সেভাবে খেলানো হচ্ছে তাকে। আর্জেন্টাইন কোচের কাছে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 'এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে, তারা তাকে যত্ন করছে। তার কাছে থাকছে। আমরা যেটা দেখছি, সে দারুণ এক তরুণ ফুটবলার। স্পেনকে সে দারুণ কিছু দিচ্ছে।'

Comments

The Daily Star  | English
BNP demands disclosure of power sector contracts

Disclose AL govt’s power, energy deals

The BNP yesterday demanded public disclosure of all the power and energy sector agreements made by the ousted Awami League government.

8h ago