কনসেইকাওয়ে মুগ্ধ পর্তুগালের কোচ

ম্যাচের যোগ করা সময়ের কনসেইকাওয়ের গোলে জয় পায় পর্তুগাল

চিকো কনসেইকাও যখন মাঠে নামেন ততোক্ষণে নির্ধারিত সময়ের খেলা শেষ। শুরু হতে যাচ্ছিল যোগ করা সময়ের খেলা। তবে এইটুকু সময়েই নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ। তার দেওয়া শেষ সময়ের গোলেই চেক রিপাবলিকের বিপক্ষে নাটকীয় জয় পায় পর্তুগাল। ম্যাচ শেষে তাই তাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত দলটির প্রধান কোচ রবার্তো মার্তিনেজ।

জার্মানির লাইপজিগ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে 'এফ' গ্রুপের ম্যাচে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬২তম মিনিটে লুকাস প্রভোদের দর্শনীয় গোলে এগিয়ে যায় চেক। সাত মিনিট পর রবিন হ্রানাচের আত্মঘাতী গোলে সমতায় ফেরে পর্তুগিজরা। এরপর শেষদিকে জয়সূচক গোলটি করেন কনসেইকাও।

ম্যাচ শেষে এই তরুণের প্রশংসা করে কোচ মার্তিনেজ বলেন, 'ফ্রান্সিসকো একজন সহজাত খেলোয়াড়। সে সুযোগ আদায় করে নেওয়ার চূড়ান্ত উদাহরণ। এখানে থাকাটা তার প্রাপ‍্য। আর দেখিয়েছে দলকে সাহায‍্য করতে সে প্রস্তুত। গত চার মাসের বেশি সময় ধরে নিজের ক্লাবের হয়ে ফ্রান্সিসকো যা করেছে, এখানে সে ঠিক তাই করেছে। কাজটা সহজ নয়। তবে সে দৃঢ়তা আর নিজের গুরুত্ব দেখিয়েছে।'

শেষদিকে জয়ের নায়ক কনসেইকাও হলেও মাঝ মাঠের এদিন দুর্দান্ত ছিলেন আরেক তরুণ ভিতিনহা। তার প্রশংসা করতেও কৃপণতা করেননি এই কোচ, 'প্রীতি ম‍্যাচগুলোতেও মাঠ ও মাঠের বাইরে সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল আছে। ভিতিনিয়ার মতো খেলোয়াড় থাকা গুরুত্বপূর্ণ যে আমাদের ম‍্যাচ নিয়ন্ত্রণ করতে সাহায‍্য করবে।'

এদিকে, কনসেইকাওয়ে মুগ্ধ অনেক ফুটবল পণ্ডিতরাও। তার প্রশংসা করে লিভারপুলের সাবেক মিডফিল্ডার ড্যানি মারফি বলেছেন, 'তোমাকে মাঠে বদলি হিসেবে নামানো হয় ম্যাচ বদলে দেওয়ার জন্য অথবা কিছু করার জন্য। অবশ্যই বদলি হিসেবে তোমাকে ইমপ্যাক্ট রাখতে হবে। কি অসাধারণ গল্প।'

Comments

The Daily Star  | English

World Bank to provide $300m for clean air project: Rizwana

This initiative aims to strengthen air quality management and reduce emissions from key sectors

1h ago