বেলিংহ্যামের গোলে জিতল ইংল্যান্ড
শুরুতেই সুযোগ পেয়ে গোল আদায় করে নিলেন জুড বেলিংহ্যাম। প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও অবশ্য ওই গোল ধরে রেখেই জয় তুলে নিল ইংল্যান্ড।
জার্মানির গেলসেনকিরশেনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সার্বিয়াকে ১-০ গোলে হারায় ইংল্যান্ড। ম্যাচের ১৩ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যাম।
আগ্রাসী ফুটবল খেলার লক্ষ্যে নেমে ইংল্যান্ড ডানদিক থেকে তৈরি করে সুযোগ। বুকোয়া সাকা ডান প্রান্ত ধরে ছুটে বক্সে ফেলেন দারুণ ক্রস। তা দেখে ছুটে এসে লাফিয়ে জোরালো হেডে বল জালে জড়ান বেলিংহ্যাম।
তবে গোলের পরই কেমন বিবর্ণ হয়ে পড়ে ইংলিশরা। পুরো ম্যাচে গোলের জন্য স্রেফ পাঁচ শট নিতে তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। ইংল্যান্ডকে স্বস্তি দিয়ে সার্বিয়াকেও দেখা যায় মলিন। তেমন কোন চাপ তৈরি করতে পারেননি দলটিও। ম্যাচটাও তাই হয় ভীষণ ম্যাড়ম্যাড়ে।
'সি' গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্ক ও স্লোভেনিয়ার ১-১ গোলে ড্র করেছে। তাই জয়ে শুরু করায় ইংল্যান্ড থাকছে টেবিলের শীর্ষে।
Comments