ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, প্রথমবার ইংল্যান্ডকে কোন সিরিজে হারানোয় দলের সবাইকে  দেওয়া হবে বোনাস। সেই সঙ্গে বিশেষ পারফরম্যান্সের জন্যও থাকছে আলাদা বোনাস।
Bangladesh cricket team
ট্রফি নিয়ে বাংলাদেশ ক্রিকেট। ছবি: ফিরোজ আহমেদ

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করায় বোনাস পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, প্রথমবার ইংল্যান্ডকে কোন সিরিজে হারানোয় দলের সবাইকে  দেওয়া হবে বোনাস। সেই সঙ্গে বিশেষ পারফরম্যান্সের জন্যও থাকছে আলাদা বোনাস।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারায় বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেট ও দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা জেতে ৪ উইকেটে।

স্মরণীয় এই সাফল্যের পর উচ্ছ্বসিত বিসিবি সভাপতি ম্যাচ শেষে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে ঢুকে দেন এই ঘোষণা। পরে গণমাধ্যমের সামনে এসে জানান, পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী দেওয়া হচ্ছে এই বোনাস,  'যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সঙ্গে তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল। শুধু ইংল্যান্ড বাকি ছিল। ওদের সঙ্গে কোন ধরণের সিরিজ এর আগে আমরা জিতিনি। কাজেই সেজন্য তারা ওটা (বোনাস) পাবে। সেটা ওরা জানে।'

যেকোনো বড় দলের বিপক্ষে প্রথমবার কোন সিরিজ জিতলে বোনাসের রীতি আছে বিসিবির। তবে ইংল্যান্ড বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় এবার যোগ হচ্ছে ভিন্ন মাত্রা। খেলোয়াড়দের পারফরম্যান্স হিসেব করেও আলাদা একটি বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি,   'এখানে দুটো বাড়তি জিনিস আছে। যে মাত্র চার মাস আগে যারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে হারানো। এটা হলো একটা। আর এমন একটা দল যাদের সঙ্গে আমরা অনেক বছর খেলি না। ৮ বছর পর আসল। ১২ বছর পর আমরা ওদের ওখানে যাই না। আমরা ওদের সঙ্গে খেলতে অভ্যস্ত না। অনেকগুলো খেলোয়াড় আছে,  যারা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলে। আইপিএলে সাধারণত বেস্ট প্লেয়াররাই খেলে। ওদেরকে ফেইস করছে নতুন নতুন ছেলেরা। এটা নতুন চ্যালেঞ্জ।'

'ওরা এটা বলছে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো প্লাস হোয়াইটওউয়াশ। কাজেই ওরা একটু বেশি চেয়েছে। আমি বলেছি অবশ্য হবে। যেটা ওরা সব সময় পেয়ে থাকে ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের অনুযায়ী বলেছি তোমরা ভাগ কর। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি।'

তবে বোনাসের অঙ্কটা পরিষ্কার করেননি বোর্ড প্রধান। আগামী দুদিনের মধ্যে হিসেব করে সেটা জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি,  'এটা কত হবে হিসাব না করে বলা যাবে না। কাল পরশুর মধ্যে বলা যাবে।' 

Comments