বোলারদের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ দেখছেন হেরাথ

Rangana Herath & Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রামে হওয়া সবশেষ ম্যাচটাতে চোখে সর্ষে ফুল দেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ঈশান কিশানের তান্ডবে সেদিন চারশো ছাড়িয়ে গিয়েছিল ভারত। মিরপুরের মন্থর উইকেটেই ৩২৬ রান করে আসা ইংল্যান্ড এমন উইকেট পেলে কি করবে? এই নিয়ে বাংলাদেশ দলে চাপা অস্বস্তি থাকলে ভুল বলা হয় না। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও জানিয়ে দিলেন, ভিন্ন রকম উইকেটের কঠিন চ্যালেঞ্জে পড়তে চলেছেন তারা।

এমনিতে মিরপুরেই বাংলাদেশ দুই ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ নিয়ে উত্তেজনা অনেকটাও হাওয়া। ২০১৪ সালের পর ঘরের হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে তামিম ইকবালের দল। এর বাইরেও অন্তত শেষ ম্যাচটা জিতলে নিজেদের সামর্থ্যের একটা জানান দেওয়া হয়। গুরুত্বহীন ম্যাচেরও তাই একদিক থেকে অধীক গুরুত্ব থাকা অনুমিত। 

তবে মিরপুরে যে কাজ হয়নি, সেটা চট্টগ্রামে হওয়ার আশা বেশ কঠিন। রোববার ঐচ্ছিক অনুশীলন সেরে সংবাদ সম্মেলনে এসে তা অকপটে স্বীকারও করে ফেললেন হেরাথ,  'এটা ভিন্ন উইকেট। কাজেই একই জিনিস আমরা প্রত্যাশা করতে পারি না। আমরা দলের সেরাটা বের করতে চেষ্টা করছি। তুলনা করলে মিরপুরে স্পিনাররা বেশি সুবিধা পায়।।'

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে সাধারণত থাকে ব্যাটারদের সুবিধা। প্রচুর রান হওয়ার খ্যাতি আছে  এখানে। কাজেই শুধু স্পিনার নয় পেসারদেরও কঠিন চ্যালেঞ্জ দেখছেন তিনি, 'স্পিনার ও পেসারদের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। উইকেট শুস্ক মনে হচ্ছে। এক্ষেত্রে পেস বোলাররাও চ্যালেঞ্জে পড়বে। স্পিনারদের জন্যও ব্যাপারটা  তাই।'

লঙ্কান স্পিন কোচ তাই এক্ষেত্রে ব্যাটারদের এগিয়ে আসার ভূমিকা দেখছেন বড় করে,  'ব্যাটার হিসেবে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। সেভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে।'

Comments