তাসকিনের ৭ উইকেটের পর বিজয়-বার্লের ব্যাটিং ঝলক

Anamul Haque Bijoy

বিপিএলের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে তাসকিন আহমেদ শুরুতে রাখেন ভূমিকা। পরে রান তাড়ায় দলের বিপদে চাপ সামলান এনামুল হক বিজয় ও রায়ান বার্ল। তাতে ঢাকা ক্যাপিটালসকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়ে বিপিএলে নিজেদের প্রথম জয় তুলল দুর্বার রাজশাহী।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ম্যাচ জিতল ৭  উইকেটে। আগে ব্যাট করে ১৭৪ রান করেছিল ঢাকা। ওই পুঁজি ১১  বল আগে পেরিয়ে জিতে যায় রাজশাহী।

১৯ রানে ৭ উইকেট নিয়ে এদিন রাজশাহীর সেরা পারফর্মার তাসকিন। ব্যাট হাতে  ৪৬ বলে ৭৩ করে অপরাজিত থাকেন বিজয়, বার্ল ৩৩ বলে করেন ৫৫ রান।

১৭৫ রান তাড়ায় নেমে প্রথম ওভারেই মোহাম্মদ হারিসের উইকেট হারায় রাজশাহী। মোস্তাফিজুর রহমানের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। দ্রুত ফিরতে পারতেন এনামুল হক বিজয়, দুই অঙ্কে যাওয়ার আগে তার ক্যাচ ফসকান কিপার লিটন দাস।

তবে আরেক ওপেনার জিসান আলমকে তুলে নিতে দেরি হয়নি ঢাকার। ৮ বলে কোন রান না করে তিনি ফেরেন মুকিদুল ইসলাম মুগ্ধের বলে। আগের ম্যাচে চারে নেমে ৯৪ রানের ইনিংস খেলা ইয়াসির আলি রাব্বি এদিনও থিতু হয়েছিলেন। তবে অসময়ে বিদায় নেন তিনি। আলাউদ্দিন বাবুকে পেটাতে গিয়ে টাইমিং গড়বড় করে ক্যাচ দেন তানজিদ হাসানের হাতে।

এরপর রায়ান বার্লকে নিয়ে দারুণ জুটি পান বিজয়। তিনি রয়েসয়ে খেললেও বার্লের ব্যাট ছিলো উত্তাল। রানরেটের চাপ উবে যায় তার ব্যাটের ঝাঁজে। দুজনে মিলে সহজেই দলকে নিয়ে যান জয়ের কাছে।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা ঢাকা পড়ে তাসকিনের তোপে। পাওয়ার প্লের মধ্যে তিনি ফিরিয়ে দেন দুই ওপেনারকে। ১৭তম ওভারে আরেক স্পেলে ফিরে নেন জোড়া উইকেট। শেষ ওভারে বল করতে এসে মাত্র ২ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। গড়েন ইতিহাস। পরে সহজে ম্যাচও জেতে তার দল।

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

10h ago