বিপিএলে অন্যরকম কিছু দেখিনি, কনসার্ট ছাড়া: তামিম

তামিম ইকবাল। ছবি: ফিরোজ আহমেদ

এবারের বিপিএল হবে অন্যরকম, টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগে থেকেই এমন কথা বলে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল এখন পর্যন্ত কনসার্ট ছাড়া আর কোনো কিছুতেই ভিন্নতা দেখতে পাননি। ফরচুন বরিশালের অধিনায়কের মতে, বিপিএলে নতুন কিছু করতে হলে কনসার্টে টাকা না ঢেলে বিনিয়োগ করতে হবে ক্রিকেটে।

আগামীকাল সোমবার শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন তামিমরা। দুপুর ১টা ৩০ মিনিটে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল মোকাবিলা করবে দুর্বার রাজশাহীকে।

রোববার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে বরিশালের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তামিম। ক্রিকেট ও বিপিএলের ব্যাপারে এখনও কোনো নতুনত্ব চোখে পড়েনি তার, 'সত্যি কথা বলতে, (এবারের বিপিএলে) অন্যরকম কিছু দেখিনি। কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদেরকে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।'

তামিম ইকবাল। ছবি: ফিরোজ আহমেদ

কনসার্টের পেছনে কাড়ি কাড়ি অর্থ খরচের বদলে খেলাটার পেছনে টাকা ব্যয় করতে বলেছেন বাঁহাতি ওপেনার, 'আমাদেরকে টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। কনসার্ট বা অন্য কোনো কিছুতে নয়। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে। দারুণ একটি অনুষ্ঠান হয়েছে, যা দেখেছি। আমি ছিলাম না দেশে।'

বিপিএল উপলক্ষে কনসার্ট আয়োজন করাও অবশ্য নতুন নয়। বিদেশি সঙ্গীতশিল্পীদের বাংলাদেশে এনে আগেও জমকালো কনসার্ট হয়েছে। তবে সেসব আয়োজন ছিল উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে। তবে এবার বিপিএল শুরুর কয়েক দিন আগেই কোটি কোটি টাকা খরচ করে তিনটি জেলায় মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় আরও কয়েকজনের পাশাপাশি পারফর্ম করেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্ট হয়েছে সিলেট আর চট্টগ্রামেও।

পরে সুর কিছুটা নরম করলেও নিজের অবস্থানে অনড় থেকেছেন তামিম, 'তবে এখনই কোনো মন্তব্য করাটা তড়িঘড়ি হয়ে যায়। কারণ, জানি না আসলে কালকে কী আছে আমাদের জন্য। তাই এটাও যথোপযুক্ত হবে না যে আমি একটা মন্তব্য করে দিলাম আর সেটা খারাপভাবে গেল। যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি বিপিএলকে পরিবর্তন করতে চান, তাহলে ক্রিকেটে বিনিয়োগ করুন, টুর্নামেন্টে বিনিয়োগ করুন।'

ক্রিকেটের দিক থেকে এবারের বিপিএলে নিজের চাওয়া সম্পর্কে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, 'ক্রিকেটটা কেমন হবে, এটা নির্ভর করছে খেলোয়াড়রা কেমন খেলছে। এটাতে যারা আয়োজক, তাদের হাতের ওপর কিছু থাকে না। যারা আয়োজক, তাদের হাতের ওপর কী থাকে? সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা, সেরা মানের উইকেট দেওয়া, বিশ্বের সেরা ধারাভাষ্যকারদের নিয়ে আসা নিশ্চিত করা, বিশ্বের সবচেয়ে উন্নত ক্যামেরা ও প্রযুক্তির সম্ভাব্য সেরাটা নিয়ে আসা। এটা হলো যারা দায়িত্বে বসে আছেন, এটা তাদের কাজ। কিন্তু তারা এটা সিদ্ধান্ত নিতে পারবেন না যে আসলে খেলা ২০০ রানের হবে নাকি ৬০ রানের হবে। ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দের নিতে হবে।'

সফল একটি বিপিএল আয়োজনে বিসিবি ও খেলোয়াড়দের সবার ভূমিকা দেখছেন তামিম, 'বাইরের যেগুলো, সেগুলো তাদের (আয়োজকদের) কাজ। তারা যদি তাদের কাজগুলা ভালো করে করেন আর আমরা যদি আমাদের কাজগুলো ভালো করে করি, তাহলে এটা সফল টুর্নামেন্ট হবে।'

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

4h ago