‘পুরো সিস্টেমটা দুনিয়ার সবাই বুঝে, কিছু লোক বুঝে না’

Mohammad Salauddin
কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন

এবার বিপিএলে সবচেয়ে বেশি বাজেটের দল কোনটা? এমন প্রশ্নে খুব বেশি ভাবতে হবে না কারোরই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম পরিমাণ অর্থ হয়ত অন্য কোন দল খরচ করেনি। কিন্তু বিপুল অর্থ খরচ করে টুর্নামেন্টে ভালো করা ছাড়া মুনাফা প্রাপ্তির খাতা শূন্য। এর মূল কারণ বিপিএলের আর্থিক কাঠামো না থাকা। ফাইনালে উঠে পুরনো প্রসঙ্গটাই বিসিবিকে উদ্দেশ করে আবার তুললেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

প্রতি আসরেই কাড়ি কাড়ি টাকা খরচ করে দল বানায় কুমিল্লা। অন্য দলগুলোও করে বিপুল খরচ। তবে স্পন্সরশীপ থেকে কিছু টাকা এলেও ঘাটতি পোষানোর কোন ব্যবস্থা নেই। অনেকদিন ধরেই রাজস্ব ভাগ নিয়ে আলাপ থাকলেও তা বিসিবি সে ব্যাপারে আগ্রহী নয়।

এবার মোহাম্মদ রিজওয়ান, মঈন আলি, সুনিল নারাইন, আন্দ্রে রাসেলদের কুমিল্লাকে দিতে হয়েছে চড়া পারিশ্রমিক।

সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর দলের মালিক নাফিসা কামালকে এই নিয়ে ধন্যবাদ দিলেন সালাউদ্দিন,  'একটা কথা না বললেই না, এবার বিপিএলে যা হয়েছে কৃতিত্ব দিতে হবে নাফিসাকে। আমরা অনেক খরচ করেছি। একটা বিপিএল চালাতে যা লাগে তারচেয়ে অনেক বেশি আমরা খরচ করেছি। এজন্য নাফিসার অবদান সবচেয়ে বেশি। তাছাড়া আমরা ভাল দল করতে পারতাম না।'

এরপরই সেই পুরনো হাহাকারের কথা উল্লেখ করেন তিনি। বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে যেভাবে রাজস্ব ভাগ করে লাভবান হয় দলগুলো, সেই ব্যবস্থা বিপিএলে না থাকার সমালোচনা উঠে আসে অভিজ্ঞ এই কোচের কণ্ঠে, 'পুরো সিস্টেমটা দুনিয়ার সবাই বুঝে, কিছু লোক বুঝে না। একটা মানুষ যখন ২০-২৫ কোটি টাকা খরচ করছে উইদাউট এনি ইন্টারেস্ট তার তো কিছু রিটার্ন লাগবে। যারা বোঝার তারা না বুঝলে আমার কিছু বলে লাভ নাই'

Comments

The Daily Star  | English
BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

BNP marks Labour Day with rally at Nayapaltan

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

3h ago