একবার, দুইবার না। ব্যাপারটা ঘটছে অহরহ। প্রায়ই ব্যাটিং ধসে ডুবছে বাংলাদেশ দল। ভালো খেলতে খেলতে আচমকা খেই হারিয়ে মুমিনুল হকরা হয়ে যাচ্ছেন দিশেহারা। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এই ধসের কারণ খুঁজে পাচ্ছেন...
মুমিনুলের ভীষণ চাপের মধ্যে থাকা নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পাশাপাশি কথা বলেছেন নাজমুল হাসান পাপন।
মেহেদী হাসান মিরাজ কিংবা নাঈম হাসানের বিকল্প হওয়া দূরে থাক, প্রত্যাশার ধারেকাছেও ছিলেন না তিনি
ব্যাটে রান নেই, একের পর এক ব্যাটিং ধসে হারছে দল। টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন প্রবল চাপে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো টের পাচ্ছেন এই চাপের মাত্রা।
মাত্র ৬১ টেস্টে দশবার ফিফটি ও ইনিংসে ৫ উইকেট নিলেন সাকিব আল হাসান।
নিরোশান ডিকভেলা দলের হয়ে কথা এসে এই উইকেটকেই বললেন টার্নিং পয়েন্ট।
দুই ইনিংস মিলিয়ে তাদের নয় ব্যাটার সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগে।
শঙ্কাটা অবশ্য আগের দিনই তৈরি করেছিল বাংলাদেশ। প্রথম সারির চার উইকেট হারিয়ে ফেলে ১০ ওভার না যেতেই। শেষ দিনের প্রথম ঘণ্টায় যখন মুশফিকুর রহিম আউট হন, তখন যেন হারের প্রহর গুনছিল টাইগাররা। কিন্তু এরপর...
তাসকিনের জায়গায় স্কোয়াডে এসেছেন তরুণ ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা। পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে না খেলা সাকিব আল হাসানও অনুমিতভাবেই আছেন।