হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক
বাংলাদেশে এসে টানা টস জিততে থাকা আয়ারল্যান্ড এবার টস ভাগ্য পক্ষ পেল না। আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। সিরিজ জেতারপর একাদশেও এসেছে বদল। অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের।
প্রথম দুই ম্যাচে টস হেরেও আগে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ। এবার টস জিতেও একই পথে হাঁটলেন সাকিব আল হাসান। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শরিফুল ইসলামকে। খেলছেন না মেহেদী হাসান মিরাজও।
অনেকটা চমক হয়েই স্কোয়াডে এসেছিলেন রিশাদ। এই লেগ স্পিনারকে সিরিজ জেতার পর দেওয়া হলো নিজেকে প্রমাণের সুযোগ। একজন লেগ স্পিনার খেলানোর তীব্র তাড়না থেকে তাকে বাজিয়ে দেখছে টিম ম্যানেজমেন্ট।
সিরিজে কোন লড়াই করতে না পারা আয়ারল্যান্ডও একাদশে এনেছে বদল। ডানহাতি পেসার গ্রায়াম হিউমকে বসিয়ে বাঁহাতি স্পিনার ম্যাথু হ্যামফ্রিসকে একাদশে রেখেছে তারা।
প্রথম দুই ম্যাচই ছিল বৃষ্টি বিঘ্নিত। প্রথম ম্যাচে ১৯.২ ওভারে ২০৭ রান করে ডিএলএস মেথডে ২২ রানে জিতেছিল স্বাগতিকরা। পরের ম্যাচে ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান করে জয় আসে ৭৭ রানে। বাংলাদেশের সামনে টি-টোয়েন্টিতে টানা দুটি সিরিজে প্রথমবার ৩-০ ব্যবধানে জেতার হাতছানি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, রস অ্যাডাইয়ার, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডাইয়ার, ফিওন হ্যান্ড , ম্যাথু হ্যামফ্রিস, বেন হোয়াইট।
Comments