দ্বিতীয় দফা বৃষ্টির পর ১৭ ওভারের ম্যাচ
প্রথম দফা বৃষ্টির পর ৭৫ মিনিট নষ্ট হয়ে যায়। তবু ১৯ ওভারের ম্যাচ নির্ধারিত হয়েছিল। নতুন সময় নির্ধারনের পর আবার ২০ মিনিটের বৃষ্টির বাগড়ায় ওভার কমেছে আরও দুইটি। এখন ম্যাচ হবে ১৭ ওভারের।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে ৩টা ৪০ মিনিটে। প্রতি ইনিংস হবে ১৭ ওভারের। পাওয়ার প্লে হবে ৫ ওভারের। দুইজন বোলার সর্বোচ্চ চার ওভার বল করতে পারবেন। তিনজন বল করতে পারবেন তিন ওভার করে।
দুপুর দেড়টায় ঠিক সময়েই হয় টস। তখন আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। টসে জিতে আয়ারল্যান্ড অধিনায়ক বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠান। খানিক পরই নামে প্রবল বৃষ্টি। মিনিট বিশেক মুষল ধারে বৃষ্টির পর মাত্রা কমে যায়। ২টা ২৫ মিনিটে বৃষ্টি থামার পর সরানো হয় কাভার। মাঠ দ্রুত তৈরি হয়ে যাওয়ায় খেলা শুরুর সময় দেন দুই আম্পায়ার। ৩ টা ১৫ মিনিটে শুরু হয়ে ম্যাচ হওয়ার কথা ছিল ১৯ ওভারের ম্যাচ।
কিন্তু নতুন সময় নির্ধারণের পরই ২টা ৪৫ মিনিটে ফের নামে বৃষ্টি। আরও ২০ মিনিট বৃষ্টিতে ফের নষ্ট হয় পরিকল্পনা। তবে এবার আকাশ বেশ রৌদ্রজ্জ্বল। দ্রুত পানি নিষ্কাশন করে নতুন সময় নির্ধারণ করে ফেলেছেন আম্পায়াররা। দুই ইনিংসের তিন ওভার করে মোট ৬ ওভার নষ্ট হচ্ছে ম্যাচের।
প্রথম টি-টোয়েন্টিতে ডিএলএস মেথডে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজ জেতার মিশনে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচে একাদশে কোন বদল আনেনি স্বাগতিকরা। একটা বদল এনেছে আয়ারল্যান্ড। ক্রেইগ ইয়ংয়ের জায়গায় এসেছেন ফিওন হ্যান্ড।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, রস অ্যাডাইয়ার, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডাইয়ার, ফিওন হ্যান্ড , গ্রাহাম হিউম, বেন হোয়াইট।
Comments