বাংলাদেশ সময় অনুযায়ী এশিয়া কাপের সূচি

bangladesh vs india
ফাইল ছবি: এএফপি

আগামী ২৭ অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দলের সঙ্গে অংশ নিচ্ছে এসিসির সহযোগী সদস্য হংকং। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে দুবাই ও শারজাহতে।

ছয় দলের এশিয়া কাপে থাকছে দুই গ্রুপ। 'এ' গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। 'বি' গ্রুপের কঠিন লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল উঠবে সুপার ফোরে। সেখানে চার দল প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে একবার করে লড়বে। এরপর সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনাল।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি:

তারিখ ম্যাচ গ্রুপ ভেন্যু ম্যাচ শুরুর বাংলাদেশ সময়
২৭ অগাস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান বি দুবাই রাত ৮টা
২৮ অগাস্ট ভারত-পাকিস্তান দুবাই রাত ৮টা
৩০ অগাস্ট বাংলাদেশ-আফগানিস্তান বি শারজাহ রাত ৮টা
৩১ অগাস্ট ভারত-হংকং দুবাই রাত ৮টা
১ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা বি দুবাই রাত ৮টা
২ সেপ্টেম্বর পাকিস্তান-হংকং শারজাহ রাত ৮টা
৩ সেপ্টেম্বর বি১-বি২ সুপার ফোর শারজাহ রাত ৮টা
৪ সেপ্টেম্বর এ১-এ২ সুপার ফোর  দুবাই রাত ৮টা
৬ সেপ্টেম্বর এ১-বি১ সুপার ফোর দুবাই রাত ৮টা
৭ সেপ্টেম্বর এ২-বি২ সুপার ফোর দুবাই

রাত ৮টা

৮ সেপ্টেম্বর এ১-বি২ সুপার ফোর দুবাই

রাত ৮টা

৯ সেপ্টেম্বর বি১-এ২ সুপার ফোর দুবাই রাত ৮টা
১১ সেপ্টেম্বর ফাইনাল (সুপার ফোরের সেরা দুই দল) দুবাই রাত ৮টা

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago