সাকিবদের আর্জেন্টিনার খেলা দেখার চিন্তাকে ‘স্টুপিড’ বললেন ডমিঙ্গো
পেশাদার ক্রিকেটার হলেও বাংলাদেশ দলের খেলোয়াড়দের বেশিরভাগই ভীষণ ফুটবলপ্রেমী। চলমান ফুটবল বিশ্বকাপেও আছে তাদের তীব্র নজর। অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাসসহ অনেকেই আবার লিওনেল মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কিন্তু নিজেদের প্রিয় দলের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখা তাদের জন্য এবার কঠিন। পরদিন সকাল বেলা টেস্ট ম্যাচ, ভোর রাত পর্যন্ত জেগে তাদের ফুটবল ম্যাচ দেখার প্রসঙ্গ উঠলে কড়া জবাবে আপত্তি জানিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
মঙ্গলবার দিবাগত রাত একটায় বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচটি শেষ হলেও বাজবে ভোর রাত ৩টা। কিন্তু ম্যাচটি যদি অতিরিক্ত সময়ে ও পরে টাইব্রেকারে গড়ায় তাহলে কমপক্ষে আরও ৪৫ মিনিট প্রয়োজন। অর্থাৎ রাত প্রায় পুরোটাই পার হয়ে যাবে।
বুধবার সকাল সাড়ে ৯টায় ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ দল। সারা রাত জেগে ফুটবল খেলা দেখে টেস্ট ম্যাচে নামা হবে বেশ কঠিন ব্যাপার।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই নিয়ে প্রশ্ন করা হলে গুরুত্বের সঙ্গে কড়া উত্তর দেন বাংলাদেশের কোচ, 'আমাদেরকে বিছানায় যেতে হবে, এটাই সোজা কথা। টেস্ট ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়, ভোর রাত তিনটা পর্যন্ত জেগে আপনি ফুটবল ম্যাচ দেখতে পারেন না। এটা স্টুপিড। তারা যদি এটা করে (আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ দেখা) তাহলে আমি খুবই হতাশ হবো।'
এবার ফুটবল বিশ্বকাপের মধ্যেই চলছে ভারতের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ। ওয়ানডেতে সমস্যা না হলেও টেস্টের সময়টায় ফুটবল খেলার সূচি ক্রিকেটারদের ফেলেছে বিপাকে।
Comments