পাওয়ার ব্লাস্ট নামে নতুন নিয়মে এলপিএলে খেলবেন হৃদয়-মোস্তাফিজরা
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে এক ইনিংসে পাওয়ার প্লে থাকবে আট ওভার। শেষের দিকে দুই ওভারের পাওয়ার প্লে চালু করেছে শ্রীলঙ্কার লিগটি। ডেথ ওভারের নতুন সংযোজনকে নাম দেওয়া হয়েছে পাওয়ার ব্লাস্ট। তবে প্রথম পাওয়ার প্লের মতো সেসময় দুজন ফিল্ডার বাইরে থাকবেন না। ১৬ ও ১৭তম ওভারে পাঁচজন ফিল্ডারের বদলে চারজন ফিল্ডারকে বৃত্তের বাইরে রাখতে পারবে ফিল্ডিং দল।
আজ থেকে শুরু হতে যাওয়া এলপিএলে নতুন এই নিয়ম দেখা যাবে। পাওয়ার ব্লাস্টের ওভারগুলো বাদে অন্য সময় স্বাভাবিক নিয়মে খেলা চলবে। প্রথম ছয় ওভারের পর ১৬ ও ১৭তম ওভার ছাড়া অন্য ওভারগুলোতে পাঁচ ফিল্ডার বৃত্তের বাইরে রাখতে পারবে দলগুলো।
পাওয়ার ব্লাস্টের সঙ্গে এলপিএলের প্রথম দিনেই পরিচয় হতে পারে বাংলাদেশি দুজনের। মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাওহিদ হৃদয় যোগ দিয়েছেন ডাম্বুলা সিক্সার্সে। তাদের দল পাল্লেকেলেতে ২০২৪ এলপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে পরের দিন মাঠে নামতে পারেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের দল কলম্বো স্ট্রাইকার্স মঙ্গলবার রাতে মাঠে নামবে ক্যান্ডির বিরুদ্ধে। বাংলাদেশিদের দুটি ম্যাচই শুরু হবে রাত আটটায়।
পাওয়ার ব্লাস্ট নিশ্চয়ই বোলারদের স্বস্তি দিবে না। তবে পাঁচ দলের টুর্নামেন্টে এটি বাড়তি রোমাঞ্চ যোগ করবে বলে মনে করেন লিগটির টুর্নামেন্ট ডিরেক্টর। এক বিবৃতিতে সামান্তা ডোডানওয়েলা বলেন, 'আমরা এই উদ্ভাবন লিগটিতে আরও রোমাঞ্চ ছড়িয়ে দিতে এনেছি। যে লিগ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নতুন এই সংযোজন দর্শকদের মধ্যে নিশ্চিতভাবেই অনেক উত্তেজনা সৃষ্টি করবে এবং দলগুলোকে কার্যকর উপায়ে কৌশল সাজাতে হবে এই সময়টা (পাওয়ার ব্লাস্ট) কাজে লাগানোর জন্য।'
জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হয়ে ২১ তারিখ পর্যন্ত চলবে ২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগ। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুবার। ২০ ম্যাচের লিগ পর্ব শেষে প্লেঅফের মাধ্যমে শেষ হবে এলপিএলের পঞ্চম আসর।
Comments