ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গম্ভীর

Gautam Gambhir

ভারতের প্রধান কোচের হওয়ার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে আছেন গৌতম গম্ভীর। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এই পদের জন্য একমাত্র তিনিই আছেন বিসিসিআই'র বিবেচনায়।

এই পদের জন্য আবেদনের শেষ সময়সীমা ছিলো ২৭ মে। তাতে একমাত্র গম্ভীরের আবেদনই বিবেচনার জন্য এগিয়ে গিয়েছে।বিসিসিআই'র সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, মঙ্গলবার গম্ভীরের সাক্ষাতকার নেওয়া হতে পারে। এই প্রক্রিয়ায় যাওয়া তিনিই একমাত্র প্রার্থী।  টাইমস অব ইন্ডিয়া বলছে, এই পদের জন্য তিনি 'সবার আগে।' যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এই ব্যাপারে এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

চলতি বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের অধীনে খেলছে ভারত। তবে বিশ্বকাপের পর পরই কোচের পদ থেকে বিদায় নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি। নতুন করে আর এই পদে কাজ না করার কথাও স্পষ্ট করেন দ্রাবিড়। কাজেই নতুন একজন কোচ দ্রুতই দরকার হতো ভারতের।

৪২ বছর বয়সী গম্ভীর আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে দশ হাজারের বেশি রান করেছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ দুই ইনিংস আছে তার।

খেলা ছাড়ার পর কোচিং পদেও সফলতা দেখাচ্ছেন গম্ভীর। আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে তাদের প্রথম মৌসুমেই ফাইনালে তোলা গম্ভীর সর্বশেষ আইপিএলে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। তার অধীনে শিরোপা জেতে নাইট রাইডার্স। গম্ভীরকে তাই কোচের পদে সবচেয়ে যোগ্য মনে করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago