বৃষ্টিতে ভেসে গেল নেপাল-শ্রীলঙ্কার ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই পাচ্ছে একটি করে পয়েন্ট।

টুর্নামেন্টে টিকে থাকতে ম্যাচটাতে বড় জয় দরকার ছিলো শ্রীলঙ্কার। কিন্তু সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশ করল বৃষ্টি। নেপালের বিপক্ষে টস করার সুযোগই হয়নি তাদের।  এই ম্যাচ ভেস্তে যাওয়ায় 'ডি' গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত হয়ে গেছে প্রোটিয়াদের।

ফ্লোরিডায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টিতে টস করার অবস্থাই ছিলো না৷ পরিস্থিতি দেখে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা দেন।

ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই পাচ্ছে একটি করে পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় লঙ্কানদের পয়েন্ট এখন স্রেফ এক। হাতে আছে আর এক ম্যাচ। অঙ্কের হিসেবে তারা টিকে থাকলেও বাস্তবে শ্রীলঙ্কার সুপার এইটে যাওয়া প্রায় অসম্ভব। 

দক্ষিণ আফ্রিকা টানা তিন জয়ে সুপার এইট প্রায় নিশ্চিত করে ফেলেছিল আগেই। শ্রীলঙ্কা -নেপাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবেও সুপার এইটে এইডেন মার্করামের দল। 

শক্তিতে পিছিয়ে থাকা নেপালও লঙ্কানদের বিপক্ষে আশাবাদী ছিলো। হতাশ হয়েছে তারাও।

Comments

The Daily Star  | English

Islamic banks see rise in gross default loan

The banks’ unclassified rescheduled loan also rose, according to Financial Stability Report 2023

51m ago