খরুচে বোলিংয়ে অস্বস্তি বাড়ালেন সাকিব

Shakib Al Hasan
ফাইল ছবি: একুশ তাপাদার

দলের মূল দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ছিলেন বিশ্রামে। আরেক পেসার শরিফুল ইসলাম নেমে বেশ ভালো বল করেছেন। অফ স্পিনে শেখ মেহেদী হাসানও ছিলেন আঁটসাঁট। তবে বেশ খরুচে বল করেন দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তানবীর ইসলাম।

মূল মঞ্চে নামার আগে নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলেছিলো বাংলাদেশের। নাসাউ কাউন্টি গ্রাউন্ডে আগে ব্যাটিং বেছে  ১৮২  রান করেছে ভারত।

দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন রিশভ পান্ত। ফিফটি করে বাকিদের সুযোগ দিয়ে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। ১৮ বলের উপস্থিতিতে ৩১ করেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৩ বলে ৪০ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন চারজন। এরমধ্যে অনিয়মিত বোলার মাহমুদউল্লাহ ২ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে আউট করেন রোহিত শর্মাকে।

শুরুতেই বল হাতে নেওয়া মেহেদী ৪ ওভারে ২২ রানে পান ১ উইকেট। শরিফুল ২৬ রান দিয়ে আউট করেন সঞ্জু স্যামসনকে। তানভীর উইকেট পেলেও ২ ওভারে দেন ২৯ রান। সবচেয়ে হতাশার বিষয় অভিজ্ঞ সাকিব উইকেট তো পাননি, রান দেন ৪৭। রিশভ পান্ত, রোহিত শর্মাদের হাতে অনায়াসে মার খেয়েছেন বাংলাদেশের সফলতম বোলার। সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও তাকে জুতসই বল করতে দেখা যায়নি।

নিউ ইয়র্কের এই মাঠে এটিই ছিলো প্রথম কোন ক্রিকেট ম্যাচ। ড্রপ ইন উইকেটের আড়ষ্টতা বোঝা গেছে শুরুতেই। বল বারবারই থেমে আসছিলো, টাইমিং পেতে ধুঁকছিলেন ব্যাটাররা। ভারতীয়রা অবশ্য এরমাঝেই খুঁজে নেন রান বের করার পথ।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

6h ago