হার দিয়ে ক্যারিয়ার সমাপ্তি কিংবদন্তি নাদালের
বর্তমান শতাব্দীতে টেনিসের দুই কিংবদন্তির বিদায়ে যেন অদ্ভুত মিল। ক্যারিয়ারের শেষ ম্যাচে হেরেছিলেন রজার ফেদেরার। এবার রাফায়েল নাদালের সমাপ্তিও হলো একইভাবে। জীবনের শেষ লড়াইয়ে হেরে বিদায় নিলেন স্প্যানিশ তারকা।
ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বটিক ভ্যান ডি জ়্যান্ডস্কালপের কাছে সরাসরি সেটে পরাভূত হন টেনিস ইতিহাসের অন্যতম সেরাদের একজন। হারেন ৬-৪, ৬-৪ গেমে।
দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে নাদাল জানিয়েছিলেন শেষ ম্যাচ খেলবেন দেশের মাটিতে। খেলোয়াড়ি জীবনের প্রবল প্রতিপক্ষ ফেদারের কাছ থেকেও পান শুভেচ্ছা বার্তা। তবে বিদায় বেলায় আবেগ স্পর্শ করে যায় তাকে। বয়স ও আবেগ মিলিয়ে বিপাকে পড়ে যাওয়া নাদালকে সহজেই হারিয়ে দেন ২৯ পেরুনো বটিক।
২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদালের বিদায়ী ম্যাচ দেখতে ভরপুর ছিলো গ্যলারি। ম্যাচ শেষে চোখের জলে সেই গ্যালারির দিকে বিদায়ী হাত নাড়েন নাদাল। পরে বলেন, 'এটা আবেগময় এক দিন ছিলো আমার। কিছুটা স্নায়ুচাপে ছিলাম কারণ আমি আমার শেষ পেশাদার ম্যাচ খেলতে নেমেছিলাম।'
'জাতীয় সঙ্গীত বাজার সময় এবং শেষ সময়টায় ভীষণ আবেগ কাজ করেছে, খুবই বিশেষ দিন।'"
Comments