অবসরের ঘোষণা সানিয়া মির্জার

গত বছর ইউএস ওপেন খেলে পেশাদার টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সানিয়া মির্জা। কিন্তু ইনজুরির কারণে পারেননি খেলতে। তবে এবার দুবাই ডিউটি​ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের পর পেশাদার টেনিসকে বিদায় জানাবেন এ ভারতীয় টেনিস তারকা।

গত বছর ইউএস ওপেন খেলে পেশাদার টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সানিয়া মির্জা। কিন্তু ইনজুরির কারণে পারেননি খেলতে। তবে এবার দুবাই ডিউটি​ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের পর পেশাদার টেনিসকে বিদায় জানাবেন এ ভারতীয় টেনিস তারকা।

গত প্রায় ১০ বছর ধরে দুবাইতে স্থায়ীভাবে বসবাস করছেন সানিয়া। স্বাভাবিকভাবেই সেখানে তার প্রচুর ভক্ত রয়েছে। তাই সেখানে মাঠ থেকেই টেনিস ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এ টেনিস তারকা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ।

তবে দুবাইয়ে নামার আগে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেবেন সানিয়া। কাজাখস্তানের সঙ্গী আনা দানিলিয়ার সঙ্গে ডাবলসে কোর্টে নামবেন তিনি। আর মিক্সড ডাবলসে খেলবেন রোহন বোপান্নার সঙ্গে। বোপান্নার সঙ্গে শেষবার ২০২১ সালে উইম্বলডনে একসঙ্গে খেলেছিলেন এ টেনিস তারকা।

অবসর প্রসঙ্গে সানিয়া বলেছেন, 'ডব্লিউটিএ ফাইনালের পরই আমি থামতে চেয়েছিলাম, কারণ আমরা ডব্লিউটিএ ফাইনালে উঠতে চেয়েছিলাম। কিন্তু ইউএস ওপেনের ঠিক আগে আমি আমার কনুইতে চোট পেয়েছিলাম ফেলেছিলাম তাই আমাকে সবকিছু থেকে সরে আসতে হয়েছিল। সত্যি বলতে, আমি আমার নিজের শর্তে কিছু করতে পছন্দ করি। ইনজুরির কারণে বাধ্য হতে চাই না। তাই আমি অনুশীলন করছি।'

এখনই কেন কোর্ট ছাড়ছেন সে ব্যাখ্যা করে আরও বলেন, 'আমি ৩৬ বছর বয়সী, এবং সত্যিই আমার শরীর আর পারবে না। এটিই অবসরের প্রধান কারণ। এবং মানসিকভাবে আর লড়াই করার ক্ষমতা নেই। আমি ২০০৩ সালে পেশাদার হয়েছিলাম। জীবনের সঙ্গে সবকিছুই পরিবর্তন হয় এবং এখন প্রতিদিনই অনুভব করি শরীর আগের মতো সাড়া দেয় না।'

উল্লেখ্য, পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬টি বড় চ্যাম্পিয়নশিপ জিতেছেন সানিয়া। তিন বার করে ডাবলস ও মিক্সড ডাবলসের জিতেছেন গ্রান্ডস্লাম।

Comments