জিয়ার মৃত্যুতে ফিদের শোক

Fide

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন-ফিদে। তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক শোক বার্তায় জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলার সময় মারা যান তিনি। এদিন ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হয়েছিলেন জিয়া। বিকাল তিনটায় শুরু হওয়া ম্যাচটি চলাকালে সন্ধ্যা প্রায় পৌনে ছয়টার দিকে হঠাৎ করে লুটিয়ে পড়েন তিনি। পরে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত ঘোষণা করেন।

জিয়াকে বাংলাদেশের সবচেয়ে সফল দাবাড়ু উল্লেখ করে ফিদে জানায় শোক, 'জিয়াউর রহমানের আমরা গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার, বন্ধু ও ভালোবাসার মানুষদের প্রতি জানাচ্ছি সমবেদনা।'

২০২২ সালে চেজ অলিম্পিয়াডে ছেলে তাহসিন তাজওয়ার জিয়াকে নিয়ে অংশ নেন এই দাবাড়ু। বাবা-ছেলের একসঙ্গে দাবায় দেশের প্রতিনিধিত্ব করার ওটাই প্রথম ঘটনা। ফিদে লিখেছে, ২০২১ সালে মুজিব বর্ষ আমন্ত্রণমূলক আসরে ৭.৫ স্কোর করে শিরোপা জেতেন জিয়া। পরে অংশ নেন ফিদে বিশ্বকাপে।

Comments

The Daily Star  | English

Devotees gather for final prayer at Ijtema ground

The final prayer will be led by Maulana Zubair, the top cleric of Shuray-e-Nezam of Bangladesh.

23m ago